আকাশ জাতীয় ডেস্ক:
করোনা পরিস্থিতিতে ভারতের কলকাতায় আটকে পড়া ৩৯ জন বাংলাদেশি নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
রোববার (৩১ মে) বিকেল ৫টা ১৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী প্লেনটি।
নভোএয়ার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কলকাতার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে প্লেনটি ছেড়ে স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ঢাকায় পৌঁছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কারণে গত ১৫ মার্চ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েন এসব বাংলাদেশি।
আকাশ নিউজ ডেস্ক 

























