ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

করোনা: মুক্তিযোদ্ধা রফিকুল আলম আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

নগরের কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার ডেপুটি কমান্ডার রফিকুল আলম আর নেই। বুধবার (২০ মে) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে ওই মুক্তিযোদ্ধাকে স্বজনরা বাসায় নিয়ে যান, পরে জেনারেল হাসপাতালে আনার কথা ছিলো। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর জানান, রফিকুল আলম মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম শহর কেন্দ্রিক বেশ কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি। দেশপ্রেমিক, নির্মোহ, প্রচারবিমুখ সবার প্রিয় মুক্তিযোদ্ধা রফিক ছিলেন-এলাকায় সবার প্রিয়। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন গত কয়েকবছর ধরে। তার মৃত্যুতে আমরা হারালাম একজন নিবেদিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, বয়সে অনেক বড় হলেও – যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনের সঙ্গে জড়িত তাই রাস্তায় পথে সেখানে পেতেন জড়িয়ে ধরে কথা বলতেন – একটু খোঁচালেই বসে শুরু করে দিতেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি। অর্থ বিত্ত নিয়ে কখনো ভাবেননি – বৈষয়িক ভাবেও সফল হবার চেষ্টা করেননি মুক্তিযোদ্ধা রফিক। শুধু বলতেন ও ভাই যুদ্ধ করেছিলাম – দেশ থেকে পাকিস্তানিদের দৌড়ানোর জন্য – দেশ স্বাধীন এটাই বড় পাওনা।

তিনি জানান, বেলা সাড়ে ১১টায় কাজির দেউড়ি ২ নম্বর গলিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

করোনা: মুক্তিযোদ্ধা রফিকুল আলম আর নেই

আপডেট সময় ০১:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

নগরের কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার ডেপুটি কমান্ডার রফিকুল আলম আর নেই। বুধবার (২০ মে) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে ওই মুক্তিযোদ্ধাকে স্বজনরা বাসায় নিয়ে যান, পরে জেনারেল হাসপাতালে আনার কথা ছিলো। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর জানান, রফিকুল আলম মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম শহর কেন্দ্রিক বেশ কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি। দেশপ্রেমিক, নির্মোহ, প্রচারবিমুখ সবার প্রিয় মুক্তিযোদ্ধা রফিক ছিলেন-এলাকায় সবার প্রিয়। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন গত কয়েকবছর ধরে। তার মৃত্যুতে আমরা হারালাম একজন নিবেদিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, বয়সে অনেক বড় হলেও – যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনের সঙ্গে জড়িত তাই রাস্তায় পথে সেখানে পেতেন জড়িয়ে ধরে কথা বলতেন – একটু খোঁচালেই বসে শুরু করে দিতেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি। অর্থ বিত্ত নিয়ে কখনো ভাবেননি – বৈষয়িক ভাবেও সফল হবার চেষ্টা করেননি মুক্তিযোদ্ধা রফিক। শুধু বলতেন ও ভাই যুদ্ধ করেছিলাম – দেশ থেকে পাকিস্তানিদের দৌড়ানোর জন্য – দেশ স্বাধীন এটাই বড় পাওনা।

তিনি জানান, বেলা সাড়ে ১১টায় কাজির দেউড়ি ২ নম্বর গলিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।