ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

করোনা জয় করে বাড়ি ফিরেছে ১০ মাসের শিশুটি

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু আবিরসহ ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (২ মে) দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরা মোহাম্মদ ইদ্রিস নগরের উত্তর কাট্টলী এলাকার এবং শিশু আবির চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, সুস্থ হয়ে আরও ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, ছাড়পত্র পাওয়া রোগীকে সার্বক্ষণিক বাসায় থাকতে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

করোনা জয় করে বাড়ি ফিরেছে ১০ মাসের শিশুটি

আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু আবিরসহ ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (২ মে) দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরা মোহাম্মদ ইদ্রিস নগরের উত্তর কাট্টলী এলাকার এবং শিশু আবির চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, সুস্থ হয়ে আরও ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, ছাড়পত্র পাওয়া রোগীকে সার্বক্ষণিক বাসায় থাকতে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।