আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রট মুহূর্তে দেশের অসহায় ২০০ কোচকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তরফদার রুহুল আমিন।
আর্থিকভাবে অস্বচ্ছল কোচদের সহায়তায় আগেই একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন (বিএফসিএ)।
সেই তহবিল থেকে শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় ২০০ অসহায় ফুটবল কোচকে সহায়তা দেন বিএফস এর সভাপতি তরফদার রুহল আমিন।
এদিন ভিডিও বার্তায় তিনি বলেন, ফুটবলার তৈরির কারিগর তথা কোচ এবং আর্থিকভাবে অস্বচ্ছল খেলোয়াড়দের জন্য আমারা একটা আর্থিক ফান্ড গঠন করছি। দেশের বিত্তশালিদের আহ্বান করছি আপনার সহযোগিতার হাতকে আরও প্রসারিত করুন।
তরফদার রুহল আমিন আরও বলেন, ক্রীড়াঙ্গনে আমাদের যারা দুস্থ কোচ, অভাবি খেলোয়াড় ও সংগঠক আছেন আপনারা তাদেরকে একটু সার্পোট দিন। তাদেরকে সার্পোট দিলে বাংলাদেশের ফুটবল আরও ভালো অবস্থানে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























