ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, এটি জনগণের প্রত্যাশা রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭ তিন মাসের মাথায় ফের ‘শাটডাউনে’ মার্কিন সরকার মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান

কাঁকড়া ফার্মের শ্রমিকদের বেতন মিটিয়ে দিলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে বেতন পেলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা। বুধবার বিকালে ১৫০ জনের যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। সম্পূর্ণটাই নিজ পকেট থেকে দিয়েছেন সাকিব। এক্ষেত্রে তার ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার টাকা।

বাংলাদেশ সেরা ক্রিকেটারের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধে মধ্যস্থতা করেন সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। সহায়তা করেন চিংড়ি বাংলা একাডেমির তিনজন কর্মকর্তা।

খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি মিডিয়ায় এলে ঢাকা থেকে একজন ক্রীড়া ব্যক্তিত্ব শেখ নাসেরুল হকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে বিষয়টি দেখভাল করার অনুরোধ জানান।

তিনি বলেন, নির্দেশনা পেয়ে গেল মঙ্গলবার সাকিবের কাঁকড়া ফার্মে যাই আমি। সেখান থেকে সার্বিক খোঁজখবর নিয়ে আসি। বুধবার দ্বিতীয় দিনের মতো সেই খামারে যাই আমি। অতপর ১৫০ শ্রমিককে ডেকে পাঠাই এবং তাদের পাওনা বুঝিয়ে দিই।

এ সময় ফার্মের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেল ও ম্যানেজার সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইলা বিধ্বস্ত এলাকার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে ২০১৬ সালে রপ্তানিমুখী কাঁকড়া ফার্মটি গড়ে তোলেন সাকিব। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে প্রতিষ্ঠিত খামারটি গেল ৪ বছর ভালোই চলেছে। তবে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পণ্যটি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে প্রতিষ্ঠানটির আয়ের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। কিন্তু এ বিষয়ে কিছু জানতেন না অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।

গেল জানুয়ারিতে সবশেষ বেতন পান সাকিবের কাঁকড়া ফার্মের শ্রমিকরা। এরপর থেকে তাদের বকেয়া পড়ে। এর মধ্যে তা পরিশোধের জন্য কয়েকবার তারিখ পরিবর্তন করেন ফার্ম সংশ্লিষ্টরা। সবশেষ ৩০ এপ্রিল বকেয়া পরিশোধের সময় নিয়েছিলেন তারা।

এ পরিস্থিতিতে গেল সোমবার হঠাৎ বকেয়া বেতন আদায়ের দাবিতে ফার্মের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ নিয়ে মিডিয়ায় ঢালাওভাবে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। এর মাধ্যমে সবকিছু জানতে পারেন সাকিব। সঙ্গে সঙ্গে তাদের পাওনা মিটিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন টাইগার অলরাউন্ডার। তাতে সঠিকভাবে নিউজ না করায় গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান

কাঁকড়া ফার্মের শ্রমিকদের বেতন মিটিয়ে দিলেন সাকিব

আপডেট সময় ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে বেতন পেলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা। বুধবার বিকালে ১৫০ জনের যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। সম্পূর্ণটাই নিজ পকেট থেকে দিয়েছেন সাকিব। এক্ষেত্রে তার ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার টাকা।

বাংলাদেশ সেরা ক্রিকেটারের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধে মধ্যস্থতা করেন সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। সহায়তা করেন চিংড়ি বাংলা একাডেমির তিনজন কর্মকর্তা।

খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি মিডিয়ায় এলে ঢাকা থেকে একজন ক্রীড়া ব্যক্তিত্ব শেখ নাসেরুল হকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে বিষয়টি দেখভাল করার অনুরোধ জানান।

তিনি বলেন, নির্দেশনা পেয়ে গেল মঙ্গলবার সাকিবের কাঁকড়া ফার্মে যাই আমি। সেখান থেকে সার্বিক খোঁজখবর নিয়ে আসি। বুধবার দ্বিতীয় দিনের মতো সেই খামারে যাই আমি। অতপর ১৫০ শ্রমিককে ডেকে পাঠাই এবং তাদের পাওনা বুঝিয়ে দিই।

এ সময় ফার্মের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেল ও ম্যানেজার সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইলা বিধ্বস্ত এলাকার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে ২০১৬ সালে রপ্তানিমুখী কাঁকড়া ফার্মটি গড়ে তোলেন সাকিব। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে প্রতিষ্ঠিত খামারটি গেল ৪ বছর ভালোই চলেছে। তবে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পণ্যটি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে প্রতিষ্ঠানটির আয়ের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। কিন্তু এ বিষয়ে কিছু জানতেন না অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।

গেল জানুয়ারিতে সবশেষ বেতন পান সাকিবের কাঁকড়া ফার্মের শ্রমিকরা। এরপর থেকে তাদের বকেয়া পড়ে। এর মধ্যে তা পরিশোধের জন্য কয়েকবার তারিখ পরিবর্তন করেন ফার্ম সংশ্লিষ্টরা। সবশেষ ৩০ এপ্রিল বকেয়া পরিশোধের সময় নিয়েছিলেন তারা।

এ পরিস্থিতিতে গেল সোমবার হঠাৎ বকেয়া বেতন আদায়ের দাবিতে ফার্মের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ নিয়ে মিডিয়ায় ঢালাওভাবে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। এর মাধ্যমে সবকিছু জানতে পারেন সাকিব। সঙ্গে সঙ্গে তাদের পাওনা মিটিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন টাইগার অলরাউন্ডার। তাতে সঠিকভাবে নিউজ না করায় গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।