ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল অসৎ কাজ থেকে বিরত থেকেছি, তাই আমার বুকের জোড় বেশি: মির্জা ফখরুল নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায়, সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের ১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ

ভারতের ক্রিকেটাররা স্বার্থপর: ইনজামাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার হিংস্র থাবায় কুপোকাত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারত-পাকিস্তানও প্রাণঘাতী এ ভাইরাসে ঘায়েল। তাই দুই দেশের দুস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে ইন্দো-পাক ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।

তবে তার বিরোধিতা করেছেন কপিল দেব, সুনিল গাভাস্কার, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা। পাকিস্তানি স্পিডস্টারের প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তারা। কিন্তু শোয়েবকে সমর্থন করেন তার এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটারদের বাগযুদ্ধ শুরু হয়।

এবার তাতে বাড়তি মাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। ভারতীয় ক্রিকেটারদের ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করলেন তিনি। তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইনজি।

মূলত টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের স্বার্থপর বলে কটাক্ষ করেছেন ইনজামাম। তার মতে, দেশের জন্য নয়, নিজেদের রেকর্ডের জন্য খেলতেন তারা। তিনি দাবি করেছেন, ভারতীয় ক্রিকেটাররা দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য খেলতেন।

ইউটিউবে এক ভিডিও’য় পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ওপেনার রমিজ রাজার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন ইনজামাম। সেই আড্ডাতেই ভারতীয় ক্রিকেটাররা নিজের জন্য ক্রিকেট খেলে বলে মন্তব্য করেন তিনি।

ইনজামাম বলেন, আমাদের সময় ভারত অনেক শক্তিশালী দল ছিল। কাগজে-কলমে তাদের ব্যাটিং লাইনআপ আমাদের চেয়ে বেশি পরিপুষ্ট ছিল। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা সব সময় দেশের জন্য খেলেছে। স্কোর বোর্ডে ব্যক্তিগত রান দেখে খেলেনি তারা। ব্যাটসম্যানরা ৩০-৪০ রানও করলে সেটা দলের জন্য করেছে। সেখানেই ভারতীয় ব্যাটাররা নিজেদের ব্যক্তিগত রেকর্ডের জন্য সেঞ্চুরি করত। ভারত-পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এ পার্থক্য দেখে এসেছি।

ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের ক্রিকেটারদের টার্গেট করে এ মন্তব্য করেছেন ইনজি। পাকিস্তানের হয়ে ১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। আর ১৯৯২ সালে জাতীয় দলের পক্ষে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডানহাতি ব্যাটসম্যান।

সেই কালে ভারতের তারকা ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই শচীন-সৌরভ, দ্রাবিড়-লক্ষ্মণদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া এ সময়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ভারতীয় ব্যাটারদের মধ্যে বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং দারুণ সফল ছিলেন। মূলত তাদের উদ্দেশেই মন্তব্য করেছেন ইনজামাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের ক্রিকেটাররা স্বার্থপর: ইনজামাম

আপডেট সময় ০৮:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার হিংস্র থাবায় কুপোকাত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারত-পাকিস্তানও প্রাণঘাতী এ ভাইরাসে ঘায়েল। তাই দুই দেশের দুস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে ইন্দো-পাক ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।

তবে তার বিরোধিতা করেছেন কপিল দেব, সুনিল গাভাস্কার, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা। পাকিস্তানি স্পিডস্টারের প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তারা। কিন্তু শোয়েবকে সমর্থন করেন তার এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটারদের বাগযুদ্ধ শুরু হয়।

এবার তাতে বাড়তি মাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। ভারতীয় ক্রিকেটারদের ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করলেন তিনি। তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইনজি।

মূলত টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের স্বার্থপর বলে কটাক্ষ করেছেন ইনজামাম। তার মতে, দেশের জন্য নয়, নিজেদের রেকর্ডের জন্য খেলতেন তারা। তিনি দাবি করেছেন, ভারতীয় ক্রিকেটাররা দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য খেলতেন।

ইউটিউবে এক ভিডিও’য় পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ওপেনার রমিজ রাজার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন ইনজামাম। সেই আড্ডাতেই ভারতীয় ক্রিকেটাররা নিজের জন্য ক্রিকেট খেলে বলে মন্তব্য করেন তিনি।

ইনজামাম বলেন, আমাদের সময় ভারত অনেক শক্তিশালী দল ছিল। কাগজে-কলমে তাদের ব্যাটিং লাইনআপ আমাদের চেয়ে বেশি পরিপুষ্ট ছিল। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা সব সময় দেশের জন্য খেলেছে। স্কোর বোর্ডে ব্যক্তিগত রান দেখে খেলেনি তারা। ব্যাটসম্যানরা ৩০-৪০ রানও করলে সেটা দলের জন্য করেছে। সেখানেই ভারতীয় ব্যাটাররা নিজেদের ব্যক্তিগত রেকর্ডের জন্য সেঞ্চুরি করত। ভারত-পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এ পার্থক্য দেখে এসেছি।

ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের ক্রিকেটারদের টার্গেট করে এ মন্তব্য করেছেন ইনজি। পাকিস্তানের হয়ে ১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। আর ১৯৯২ সালে জাতীয় দলের পক্ষে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডানহাতি ব্যাটসম্যান।

সেই কালে ভারতের তারকা ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই শচীন-সৌরভ, দ্রাবিড়-লক্ষ্মণদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া এ সময়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ভারতীয় ব্যাটারদের মধ্যে বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং দারুণ সফল ছিলেন। মূলত তাদের উদ্দেশেই মন্তব্য করেছেন ইনজামাম।