আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনা সংকট আবহে ভারতকে তোপ দাগলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। পাক ক্রিকেট বাঁচানোর জন্য ইন্ডিয়ার ওপর নির্ভরশীল হতে হবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ‘অবিশ্বস্ত’ বলে ক্ষোভ ঝেড়েছেন মানি। তিনি বলেন, ভারতের জন্য পাকিস্তান ক্রিকেটের বিপুল ক্ষতি হয়েছে ও হচ্ছে। তাদের অসংখ্যবার আমাদের সঙ্গে ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনো আগ্রহই দেখায়নি তারা।
পিসিবি চেয়ারম্যানের হুংকার, পাকিস্তান ক্রিকেট বাঁচানোর জন্য ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আমাদের ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য তাদের কাছে হাত পাততে হবে না। এমনটি ভাবলে ভুল ভাবছেন তারা।
মানি বলেন, ভারতকে ছাড়াও পাকিস্তান ক্রিকেট এগোতে পারবে। ম্যাচ খেলার কথা দিয়েও প্রতিশ্রুতি রাখতে পারেন না তারা। বারবার ওয়াদা ভঙ্গ করে। তার মতে, ক্রিকেট ও রাজনীতিকে দূরে রাখা উচিত।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এ সময়ে কেবল ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় চিরশত্রু দু’দেশ।
এর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্য দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ রয়েছে। ২০১৯ সালে কাশ্মীরে তথাকথিত জঙ্গি আক্রমণের পর পাক-ভারত সম্পর্কে আরও চিড় ধরে। এ বিষয়ে অবশ্য বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন মানি। তার পরিষ্কার ভাষ্য– ক্রিকেট ও রাজনীতিকে দূরে রাখা উচিত।’
আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানকে এখন মুখোমুখি হতে দেখা যায় না। পিসিবির পক্ষ থেকে প্রস্তাব গেলেও বারবার তা নাকচ করে দিয়েছে বিসিসিআই। মানির হুশিয়ারি, এ রকম করলে ভারতের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হওয়া অনিশ্চিত।
২০২০ এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে নিরাপত্তা অজুহাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সমস্যার কারণে দেশটিতে গিয়ে আসন্ন সেপ্টেম্বরে তা খেলা নিয়ে পিছু হটে ভারত। পাক ডেরায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হলে তাতে খেলা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় টিম ইন্ডিয়া।
পরে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে গেছে। ফলে এশিয়া কাপের নতুন ভেন্যু স্থির করা যায়নি। চূড়ান্ত করা যায়নি প্রতিযোগিতার দিনক্ষণ।
আকাশ নিউজ ডেস্ক 




















