আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে আইসোলেশনে চিকিৎসাধীন এক যুবকের (৩৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাদ্দৌলা রুবেল জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ওই যুবক প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন।
রোগীর স্বজনরা জানান, দুদিন আগে তার জ্বরে হয়। পরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের আনা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 



















