অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
খালি চোখেই সূর্যগ্রহণ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেজন্য মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে ধমকও খেতে হয়েছে তাকে। সোমবারের সূর্যগ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র উন্মাদনা দেখা গেছে। সবাই বেশ উত্তেজিত ছিল। সপরিবারের তাতে সামিল হয়েছিলেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসের বারান্দায় এসে দাঁড়ান তিনি। হোয়াইট হাউসের বাইরে তখন সমর্থকদের ভিড়।
তাদের উদ্দেশে হাত নেড়ে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকান ট্রাম্প। সঙ্গে সঙ্গেই মেলানিয়া ট্রাম্প তাকে কিছু একটা বলেন। এরপরেই তড়িঘড়ি করে পকেট থেকে চশমা বের করেন তিনি। এরপরই চশমা পড়ে সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখেন তিনি। অল্প কিছুক্ষণ সূর্যগ্রহণ দেখার পরই ভেতরে ঢুকে যান ট্রাম্প।
আকাশ নিউজ ডেস্ক 

























