আকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি মসজিদে ভারতের ১২ সদস্যের একটি তাবলিগ জামাত দল আটকা পড়েছে। এই জামাতে ভারতের হরিয়ানা প্রদেশের ৯ জন ও বাংলাদেশের ৩ জন সদস্য রয়েছেন। গত ২৪ মার্চ থেকে সাদ অনুসারী ওই জামাতের সদস্যরা উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর আফতাবনগর মাদ্রাসা মসজিদে অবস্থান করছে।
রাজনগর থানার পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে কোয়ারেন্টিন পালনের জন্য বলেছে। সেই সঙ্গে তাবলিগের কোনো কার্যক্রম না চালানোর জন্য বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতের হজরত নিজামুদ্দিন মারকাজ থেকে গত ২৪ ফেব্রুয়ারি ৯ সদস্যের একটি জামাত বাংলাদেশে আসে। তাদের সঙ্গে বাংলাদেশ আরও তিন সদস্যকে যুক্ত করে ১২ জনের একটি জামাত গত মার্চের শেষ দিকে মৌলভীবাজার জেলার রাজনগরে আসে। রাজনগরের বিভিন্ন জায়গায় তাবলিগি কার্যক্রম চালিয়ে গত ২৪ মার্চ উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যায়।
সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করলে ভারতের ওই জামাতটি সেখানে আটকা পড়ে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ-খবর নেয়। বিদেশি সদস্যদের ছবি পাসপোর্ট নম্বর সংগ্রহ করে এবং তাদের কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়াও তাবলিগি কার্যক্রম বন্ধ রেখে মাদ্রাসার সীমানার বাইরে না যাওয়ার জন্যও বলেছে রাজনগর থানার পুলিশ।
এ দিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ মসজিদে তাদের অবস্থান এবং পর্দা টানিয়ে নামাজের জন্য পৃথক ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা আমীর মাস্টার আবদুল হাইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে রাজনগর থানার পুলিশ।
রাজনগর থানার ওসি আবুল হাশেম জানান, পুলিশ ভারতের ওই জামাতের খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি। প্রত্যেকের পাসপোর্ট নম্বর ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। মসজিদে আলাদা পর্দা টানিয়ে নামাজের জন্য তাদের পৃথক জামাতের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে।
এ ব্যাপারে রাজনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায় জানান, বিষয়টি আমার জানা নেই আমি এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।
আকাশ নিউজ ডেস্ক 



















