আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনে করোনা ভাইারাসে আক্রান্ত ও মৃতের সরকারি সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সমেল্লনে ট্রাম্প বলেন, চীনের পরিসংখ্যানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমার মনে হয় কম করে দেখানো হয়েছে।
মার্কিন আইন প্রণেতা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পক্ষ থেকে বেইজিংয়ের বিরুদ্ধে এই প্রাদুর্ভাবের প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
রয়টার্সের খবরে বলা হয়, একই ব্রিফিংয়ে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেওয়া আক্রান্ত ও মৃতের হিসাব ঠিক কিনা, তা জানার কোনো উপায় নেই।
ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক বেশি।
বুধবার পর্যন্ত বিশ্বের ৯ লাখেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার উপরে। দেশটিতে দুই লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে, মৃতের সংখ্যাও ৫ হাজার পেরিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















