আকাশ বিনোদন ডেস্ক :
জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর চোট না পেলেও তাকে বেশ কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার মা সুজান হক।
সুজান হক জানান, মঙ্গলবার রাতে একটি নাটকের শুটিং শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন স্পর্শিয়া । ওই সময় একটি গাড়ি রিকশার পেছনে ধাক্কা দিলে পড়ে যান স্পর্শিয়া। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, স্পর্শিয়া আশঙ্কামুক্ত। তবে কিছু দিন বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে শুটিংয়েও ফেরা সম্ভব নয় বলে জানান স্পর্শিয়ার মা।
ছোটপর্দায় সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। ‘ইতি তোমারই ঢাকা’ নামে একটি চলচ্চিত্রও করেছেন এ সুদর্শনী। তার অভিনীত ‘মানুষের বাগান’, ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায়।
আকাশ নিউজ ডেস্ক 

























