অাকাশ জাতীয় ডেস্ক:
আয়কর মেলার তৃতীয় দিনে করদাতাদের কাছ থেকে এক হাজার কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ সময় ১ লাখ ৮৫ হাজার জন ব্যক্তিশ্রেণীর করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী আয়কর মেলায় রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৪টি জেলা এবং ৭টি উপজেলাসহ মোট ১৯টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বছরের চেয়ে এবার মেলার পরিধি কয়েকগুণ বাড়ানো হয়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ৩ দিনে মেলায় দেশব্যাপী আয়কর সংগ্রহ হয়েছে এক হাজার ১৪ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ২৭৯ টাকা। যা গত বছরের চেয়ে ৩ শতাংশ বেশি।
এনবিআরের তথ্য মতে, মেলায় ৩ দিনে সেবা নিয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬০৯ জন, যা গত বছরের তুলনায় ৫৪ দশমিক ২০ শতাংশ বেশি। গতবার মেলায় সেবা নিয়েছিলেন ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জন। মেলায় রিটার্ন দাখিলের সংখ্যাও বেড়েছে। গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৫৪ শতাংশ বেশি রিটার্ন জমা পড়েছে। সারা দেশের মেলায় মোট ১ লাখ ৮৫ হাজার ৪৯৮ জন রিটার্ন জমা দিয়েছেন।
এদিকে মেলার তৃতীয় দিনে কর শিক্ষণ ফোরামে বুয়েটের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
কুইজে বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
এনবিআর চেয়ারম্যান বলেন, যথাযথভাবে আয়কর দেয়া সবার নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠিত হয়। দেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে পর্যাপ্ত পরিমাণ রাজস্ব প্রয়োজন। এ জন্য সবাইকে বেশি বেশি কর দিতে হবে। কর দেয়া গর্বের বিষয়, আনন্দের বিষয়। আয়কর মেলা যার উৎকৃষ্ট উদাহরণ।
প্রসঙ্গত, আজ জুমার নামাজ উপলক্ষে মেলা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। এরপর যথারীতি মেলার কার্যক্রম চলবে।
আকাশ নিউজ ডেস্ক 























