আকাশ স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ৩০৩ রানের লড়াকু সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। সোমবার মুশফিক-রিয়াদের সাবধানী ব্যাটিংয়ে দারুণভাবে প্রথম সেশন পার করল টাইগাররা। দিনের শুরুর দিকে জিম্বাবুয়ের বোলাররা চাপ সৃষ্টির চেষ্টা করলেও সর্তক ছিলেন মুশফিক-রিয়াদ। অপরাজিত থেকেই প্রথম সেশন শেষ করেছেন তারা। পাঁচ উইকেটে ৩৬৫ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ১৩৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ৩৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অপরদিকে চাপে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চোট পান সাতারা। পরে ওভার অসমাপ্ত রেখে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে দারুণ বোলিং করা সাতারাকে।
মিরপুরে রবিবার শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। গতকাল টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা। পাঁচ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। গতকাল মুমিনুল হক ১৬১ রান করে আউট হয়েছিলেন
আকাশ নিউজ ডেস্ক 






















