ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গুগলের নজরদারি বন্ধ করতে চান?

আকাশ আইসিটি ডেস্ক:

গুগলের ‘লোকেশন হিস্ট্রি’ আর ‘লোকেশান সার্ভিস’ বন্ধ করে অনেকেই মনে করেন গুগল আর তাদের ডিভাইস থেকে কোন লোকেশন ডাটা কালেক্ট করছেন না। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল। সম্প্রতি এই রিপোর্টে জানানো হয়েছে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল সব সময় আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে। আপনি কোথায় কতক্ষণ ছিলেন তার উপরে নির্ভর করে আপনাকে বিজ্ঞাপন দেখায় গুগল।

লোকেশন সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেই আইপি অ্যাড্রেস থেকে গুগল ক্রমাগত গ্রাহকের লোকেশান ট্র্যাক করতে থাকে। এর মধ্যে সার্চ, ম্যাপ বা ওয়েদার লোকেশন ডাটা ফোনে স্টোর হয়ে যায়।

গুগলের লোকেশান ট্র্যাকিং সম্পূর্ণভাবে বন্ধ করতে নিচের পর্ধতি অনুসরন করুন।

অ্যানড্রয়েড ডিভাইস:

স্টেপ ১। ‘সেটিংস’ ওপেন করে ‘গুগল’ সিলেক্ট করুন।

স্টেপ ২। ‘Google Account’ সিলেক্ট করে ‘Data & personalisation’ ট্যাব সিলেক্ট করুন।

স্টেপ ৩। এর পরে Web & App Activity অফ করে দিন।

লোকেশন হিস্ট্রি বন্ধ করুন:

স্টেপ ১। ‘Data & personalisation’ অপশনে যান।

স্টেপ ২। ‘location history’অপশনে ট্যাপ করুন। লিঙ্ক থাকা প্রত্যেক ডিভাইস সেটিং থেকে বন্ধ করে দিন।

iPhone, iPad ও Windows ডিভাইস:

স্টেপ ১। ব্রাউজারে ‘https://myaccount.google.com/activitycontrols’ ওপেন করুন।

স্টেপ ২। নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

স্টেপ ৩। ‘Web & App Activity’ সেটিংস অফ করে দিন।

স্টেপ ৪। ‘Location history’ অফ করে দিন। ‘Web & App Activity’ এর ঠিক নীচে এই সেটিংস খুঁজে পাবেন।

তবে নোকেশন সার্ভিস বন্ধ করলে স্মার্টফোনে একাধিক সার্ভিস ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে অন্যতম নেভিগেশন, ট্যাক্সি ক্যাব বুকিং, রাইড শেয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ সার্ভিস অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

গুগলের নজরদারি বন্ধ করতে চান?

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

গুগলের ‘লোকেশন হিস্ট্রি’ আর ‘লোকেশান সার্ভিস’ বন্ধ করে অনেকেই মনে করেন গুগল আর তাদের ডিভাইস থেকে কোন লোকেশন ডাটা কালেক্ট করছেন না। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল। সম্প্রতি এই রিপোর্টে জানানো হয়েছে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল সব সময় আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে। আপনি কোথায় কতক্ষণ ছিলেন তার উপরে নির্ভর করে আপনাকে বিজ্ঞাপন দেখায় গুগল।

লোকেশন সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেই আইপি অ্যাড্রেস থেকে গুগল ক্রমাগত গ্রাহকের লোকেশান ট্র্যাক করতে থাকে। এর মধ্যে সার্চ, ম্যাপ বা ওয়েদার লোকেশন ডাটা ফোনে স্টোর হয়ে যায়।

গুগলের লোকেশান ট্র্যাকিং সম্পূর্ণভাবে বন্ধ করতে নিচের পর্ধতি অনুসরন করুন।

অ্যানড্রয়েড ডিভাইস:

স্টেপ ১। ‘সেটিংস’ ওপেন করে ‘গুগল’ সিলেক্ট করুন।

স্টেপ ২। ‘Google Account’ সিলেক্ট করে ‘Data & personalisation’ ট্যাব সিলেক্ট করুন।

স্টেপ ৩। এর পরে Web & App Activity অফ করে দিন।

লোকেশন হিস্ট্রি বন্ধ করুন:

স্টেপ ১। ‘Data & personalisation’ অপশনে যান।

স্টেপ ২। ‘location history’অপশনে ট্যাপ করুন। লিঙ্ক থাকা প্রত্যেক ডিভাইস সেটিং থেকে বন্ধ করে দিন।

iPhone, iPad ও Windows ডিভাইস:

স্টেপ ১। ব্রাউজারে ‘https://myaccount.google.com/activitycontrols’ ওপেন করুন।

স্টেপ ২। নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

স্টেপ ৩। ‘Web & App Activity’ সেটিংস অফ করে দিন।

স্টেপ ৪। ‘Location history’ অফ করে দিন। ‘Web & App Activity’ এর ঠিক নীচে এই সেটিংস খুঁজে পাবেন।

তবে নোকেশন সার্ভিস বন্ধ করলে স্মার্টফোনে একাধিক সার্ভিস ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে অন্যতম নেভিগেশন, ট্যাক্সি ক্যাব বুকিং, রাইড শেয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ সার্ভিস অন্যতম।