ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরকুট লিখে শিশুকে হাসপাতালে রেখে গেলেন মা চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত এবার ভোট হবে ১৯৯১ সালের মতো :নাহিদ ইসলাম সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি

আমি আমার মতোই খেলব: ফজলে মাহমুদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হোম সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজে জাতীয় দলের নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি।

সোমবার প্রথম দিনের অনুশীলন শেষে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী ফজলে রাব্বি বলেন, কাদের বিপক্ষে খেলছি সেটা দেখে লাভ নেই। বরং আমি আমার মতো করেই খেলব। চেষ্টা থাকবে সেরাটা উজাড় করে দেয়ার।

জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পর আট মাস কেটে গেছে। এই সময়ে বিদেশের মাঠেই খেলেছে বাংলাদেশ দল। লম্বা সময় পর আবার ঘরের মাঠে খেলা। প্রাণ ফিরে পাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২০০৪ সাল থেকেই ঘরোয়া ক্রিকেট খেলছেন ফজলে মাহমুদ। প্রায় ১৫ বছর পর জাতীয় দলে অভিষেক হচ্ছে তার। প্রথমবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা নিয়ে ফজলে রাব্বি বলেন, ‘আমি খুবই উপভোগ করছি। ড্রেসিংরুমে সবাই সবার কাজ নিয়ে খুবই চিন্তা করে। আমি সবাইকে দেখে আরও শেখার চেষ্টা করছি। এখানে সবাই খুব বেশি মনোযোগী।’ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ফজলে মাহমুদ আরও বলেন, ‘এত দিন ঘরোয়া ক্রিকেটে কী করতে পারি, সেটা প্রমাণ করেছি। জাতীয় দলে এসেই হঠাৎ করে কিছু করে ফেলতে পরব না। যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের লক্ষ্য নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘জাতীয় দলে আমি এখনও খেলিনি, তাই চাপ কী, সেটাই আগে থেকে অনুমান করতে পারছি না। আর প্রতিপক্ষ কে সেটাও দেখার বিষয় নয়। আমার লক্ষ্য যেটা করেছি সেটাই করার চেষ্টা করব।’

প্রথম দিনের অনুশীলনে ১৫ সদস্যের দলে ছিলেন না পেস বোলার রুবেল হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, তাদের গায়ে হালকা জ্বর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি আমার মতোই খেলব: ফজলে মাহমুদ

আপডেট সময় ১২:১৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হোম সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজে জাতীয় দলের নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি।

সোমবার প্রথম দিনের অনুশীলন শেষে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী ফজলে রাব্বি বলেন, কাদের বিপক্ষে খেলছি সেটা দেখে লাভ নেই। বরং আমি আমার মতো করেই খেলব। চেষ্টা থাকবে সেরাটা উজাড় করে দেয়ার।

জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পর আট মাস কেটে গেছে। এই সময়ে বিদেশের মাঠেই খেলেছে বাংলাদেশ দল। লম্বা সময় পর আবার ঘরের মাঠে খেলা। প্রাণ ফিরে পাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২০০৪ সাল থেকেই ঘরোয়া ক্রিকেট খেলছেন ফজলে মাহমুদ। প্রায় ১৫ বছর পর জাতীয় দলে অভিষেক হচ্ছে তার। প্রথমবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা নিয়ে ফজলে রাব্বি বলেন, ‘আমি খুবই উপভোগ করছি। ড্রেসিংরুমে সবাই সবার কাজ নিয়ে খুবই চিন্তা করে। আমি সবাইকে দেখে আরও শেখার চেষ্টা করছি। এখানে সবাই খুব বেশি মনোযোগী।’ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ফজলে মাহমুদ আরও বলেন, ‘এত দিন ঘরোয়া ক্রিকেটে কী করতে পারি, সেটা প্রমাণ করেছি। জাতীয় দলে এসেই হঠাৎ করে কিছু করে ফেলতে পরব না। যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের লক্ষ্য নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘জাতীয় দলে আমি এখনও খেলিনি, তাই চাপ কী, সেটাই আগে থেকে অনুমান করতে পারছি না। আর প্রতিপক্ষ কে সেটাও দেখার বিষয় নয়। আমার লক্ষ্য যেটা করেছি সেটাই করার চেষ্টা করব।’

প্রথম দিনের অনুশীলনে ১৫ সদস্যের দলে ছিলেন না পেস বোলার রুবেল হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, তাদের গায়ে হালকা জ্বর রয়েছে।