আকাশ বিনোদন ডেস্ক:
আবারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।
রোববার রাতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে ৯ অক্টোবর এ তথ্য জানা গেছে।
৯৫ বছর বয়সী এই নায়কের আফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আপনাদের জানাতে চাই, গত রাতে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিউমোনিয়ার চিকিৎসা চলছে। প্রার্থনা করুন টুইটারে তার খবর আপনাদের জানানো হবে।’
এর আগে গত সপ্তাহে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু পিটিআইকে জানান, বাড়িতেই ডাক্তার এবং নার্স দিলীপ কুমারের দেখাশোনা করছেন।
গত বছরের শেষে নিউমোনিয়ার কারণে এ অভিনেতাকে হাসপাতালে যেতে হয়। তারপর পর কিডনি জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
দিলীপ কুমার ১৯৯৪ সালে সম্মানসূচক দাদা সাহেব ফালকে আর ১৯৯১ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























