আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথম ইনিংসে ভারত করেছিল ৬৪৯ রান। জবাবে ব্যাটহাতে নেমে ১৮১ রানেই সবকয়টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ক্যারিবীয়দের ফলোঅনে আবারও ব্যাট করতে পাঠালেন।
শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৪ রান নিয়ে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আজ তৃতীয় দিনে আর মাত্র ৮৭ রান তুলতেই সবকয়টি উইকেট হারায়। ১৮১ রানে অলআউট হয় অতিথিরা।
সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে রোস্টন চেজের ব্যাট থেকে। এছাড়া ক্রেমো পল ৪৭ রান করেন।
ভারতীয় বোলরদের মধ্যে অশ্বিন ৩৭ রান দিয়ে ৪টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া মোহাম্মদ শামি ২টি ও উমেশ যাদব, জাদেজা ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ অলআউটের পর বিরাট কোহলি ফলেঅনে ফেলে পুনরায় তাদের ব্যাট করতে পাঠান। ৪৬৮ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩৩ রান অতিথিরা। নয় উইকেট হাতে নিয়ে এখনও ৪৩৫ রানে পিছিয়ে আছে তারা। স্বাগতিক দলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে হলে পাহাড় সমান রান তুলতে হবে ব্রায়ান লারার উত্তরসূরীদের। আপতদৃষ্টিতে প্রায় অসম্ভব মনে হলেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ক্রিকেটে সবই সম্ভব।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৬৪৯/৯ (ডি)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৮১/১০ ও দ্বিতীয় ইনিংস:৩৩/১
আকাশ নিউজ ডেস্ক 

























