অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেখানে প্রয়োজন হলে মুক্তমঞ্চ করে দেব, মাইক ফিট করে দেব।
শনিবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শাহবাগ জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার পর বিএনপিকে কোনো নাটক না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, তারপরও সমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, ‘সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে’।
‘অনুমতি পেয়ে যাবেন, তবে এ নিয়ে যেন কোনো নাটক না হয়,’ বলেন ওবায়দুল কাদের।
আকাশ নিউজ ডেস্ক 




















