ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র উত্তরণের প্রধান শর্ত: সুজন সম্পাদক ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি তারেক রহমানের সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম

কোনো মানুষ নাই, ১৫ জন মিলে জোট করতেছে: গণশিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও তাদের জোটের তীব্র সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। অনেকে এখন লোক খুঁজে বেড়াচ্ছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপজেলা-জেলা ও বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে উদ্বুদ্ধকরণ শীর্ষক এক কর্মশালায় এ সমালোচনা করেন মন্ত্রী।

রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ এবং শিক্ষকদের আন্দোলন থেকে ওই জোটের ফায়দা লোটার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখন তো অনেকে লোক খুঁজে বেড়াচ্ছে। কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

এ সময় শিক্ষকদেরকে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান ফিজার।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে আ স ম আবদুর রব কী রোল প্লে (ভূমিকা রাখা) করেছেন আমি জানি না। কিন্তু আমার দল থেকে যাকে বের করে দিই, সে বিপ্লবী হয়ে যায়। এগুলো দেখে দেখে আমরা এ জায়গায় এসেছি।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষকরা বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

কোনো মানুষ নাই, ১৫ জন মিলে জোট করতেছে: গণশিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও তাদের জোটের তীব্র সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। অনেকে এখন লোক খুঁজে বেড়াচ্ছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপজেলা-জেলা ও বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে উদ্বুদ্ধকরণ শীর্ষক এক কর্মশালায় এ সমালোচনা করেন মন্ত্রী।

রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ এবং শিক্ষকদের আন্দোলন থেকে ওই জোটের ফায়দা লোটার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখন তো অনেকে লোক খুঁজে বেড়াচ্ছে। কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

এ সময় শিক্ষকদেরকে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান ফিজার।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে আ স ম আবদুর রব কী রোল প্লে (ভূমিকা রাখা) করেছেন আমি জানি না। কিন্তু আমার দল থেকে যাকে বের করে দিই, সে বিপ্লবী হয়ে যায়। এগুলো দেখে দেখে আমরা এ জায়গায় এসেছি।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষকরা বক্তৃতা করেন।