ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মায়েদের গায়ে হাত বাড়িয়েছেন, ক্ষমা চান: ডা. শফিকুর রহমান চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার চেষ্টা মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে সব মাদ্রাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা বিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি’: মির্জা ফখরুল ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

কোটা সংস্কারের দাবির আন্দোলন বিএনপির ষড়যন্ত্র: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে এর পেছনে বিএনপির ষড়যন্ত্র আছে বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রীর কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি।

হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত যখন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করে সুবিধা করতে পারেনি তখন ছাত্রদের কোটার নাম করে পেছন থেকে মদদ দিয়ে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বর্তমান সরকার বেইমানি করছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাব দেন হানিফ।

এই আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত এর সপক্ষে যুক্তি দিয়ে হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোনো ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সংস্কার নিয়ে আন্দোলন বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অপকৌশল।’

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘অশুভ চক্রের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছিল, এর দায়দায়িত্ব তারাই বহন করবে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ ছাত্র সংগঠনের ঐতিহ্যের ধারক বাহক। সেই ছাত্র সংগঠন নিয়ে কটূক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়। ছাত্রলীগ দ্বারা কখনোই বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়নি, আশা করি কখনো হবে না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কারের দাবির আন্দোলন বিএনপির ষড়যন্ত্র: হানিফ

আপডেট সময় ০৫:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে এর পেছনে বিএনপির ষড়যন্ত্র আছে বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রীর কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি।

হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত যখন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করে সুবিধা করতে পারেনি তখন ছাত্রদের কোটার নাম করে পেছন থেকে মদদ দিয়ে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বর্তমান সরকার বেইমানি করছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাব দেন হানিফ।

এই আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত এর সপক্ষে যুক্তি দিয়ে হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোনো ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সংস্কার নিয়ে আন্দোলন বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অপকৌশল।’

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘অশুভ চক্রের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছিল, এর দায়দায়িত্ব তারাই বহন করবে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ ছাত্র সংগঠনের ঐতিহ্যের ধারক বাহক। সেই ছাত্র সংগঠন নিয়ে কটূক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়। ছাত্রলীগ দ্বারা কখনোই বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়নি, আশা করি কখনো হবে না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।