অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সোমবার জাপানের নারা জেলায় একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি ফুকুশিমার উদ্দেশে ওসাকার ইয়াউ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এতে দু’জন আরোহী প্রাণ হারায়। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সিনহুয়া।
এতে পাইলটসহ দু’আরোহী ছিল। বিমানটির ফ্লাইট রুট সম্পর্কে জানে এমন একজন এ কথা জানায়। তিনি আরো জানান, অজ্ঞাত কারণে বিমানটি ওসাকায় ফিরে আসে।
ভূমি, অবকাঠামো ও পরিবহণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, পাইলটের কল পাওয়ার আগ পর্যন্ত উড্ডয়নের পর থেকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান, বিমানটি ইয়াউতো ফিরে যাচ্ছে।
পরে নারা জেলার স্থানীয় পুলিশ ইয়ামাজু গ্রামে একটি হালকা বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। স্থানীয় অগ্নিনির্বাপক ও তদন্তকারী দল বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে।
আকাশ নিউজ ডেস্ক 



















