অাকাশ জাতীয় ডেস্ক:
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের কোনো বিধান নেই। বলা আছে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বলতে বোঝায় পুলিশ, র্যাব, বিজিবি। সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনী। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের কোনো সম্ভাবনা আমি দেখছি না।’
শনিবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন হবে একদিক মুক্তিযুদ্ধের শক্তি অন্যদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকেই জনগণ বিজয়ী করবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি আরও বলেন, ’২০ দলীয় জোট নির্বাচনে এলে নির্বাচন এক ধরনের হবে। আর ২০ দলীয় জোট না এলে সেক্ষেত্রে হয়তো ভিন্ন ভিন্ন নির্বাচন হবে, যে যার মতো অংশগ্রহণ করতে পারে। সেটা তাদের দলীয় সিদ্ধান্তে হবে।’
মন্ত্রী বলেন, অবিলম্বে নদী খনন ও চিলমারী বন্দর চালু করা হবে।
সোনাহাট স্থলবন্দরে ১০টি ভারতীয় পণ্য আমদানির পাশাপাশি ভারতের সাথে আলোচনার মাধ্যমে ইমিগ্রেশন চালু করা হবে বলেও জানান তিনি।
৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উদ্বোধন শেষে মন্ত্রী সেখানেই স্থানীয় সুধী সমাবেশে বক্তব্য দেন। এসময় বাংলাদেশ স্থলবন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, শিল্পপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে চিলমারী নৌবন্দর পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। পরে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বন্দরের নির্মাণ কাজ শুরু হয়। ১৪ দশমিক ৬৮ একর জমির উপর ৬০ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি ওয়ার হাউজ, ৯৬ হাজার বর্গফুট আয়োতনের পার্কিং ইয়ার্ড, ৮৫ হাজার বর্গফুল আয়তনের ওপেন স্ট্যাক ইয়ার্ড, শ্রমিকদের জন দুইটি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন, সিকিউরিটি ব্যারাক, ডরমেটরি ভবনসহ অন্যান্য অব কাঠামো নির্মাণে মোট ৩৯ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সঙ্গে ভারতের এলসি স্টেশন গোলকগঞ্জ, ধুবরী, আসাম থেকে ১০টি পণ্য চুক্তির ভিত্তিতে আমদানি হয়ে আসছে।
আকাশ নিউজ ডেস্ক 




















