অাকাশ জাতীয় ডেস্ক:
তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের উপ-প্রেসসচিব করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম. কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সচিব ইমরানুল হাসানকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন-বিভাগের সহকারী প্রেসসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সৈয়দ আরমান আরিফকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর-এনএসআইয়ের যুগ্ম-পরিচালক করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মনির আহমেদকে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















