ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

মিথ্যা তথ্যের জন্য ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: রাজ্জাক

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই লাখ কোটি টাকা লুটপাটের যে অভিযোগ বিএনপি করেছে, তা ভিত্তিহীন উল্লেখ করে এর তথ্যের উৎস সম্পর্কে জানতে চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যথায় মিথ্যা তথ্যের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

ভুয়া সম্পত্তি দেখিয়ে তারেক রহমানের ৯০৮ কোটি টাকা লুটপাটের সমালোচনাও করেন তিনি। শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করেন আব্দুর রাজ্জাক।

বিভিন্ন বিষয়ে লিখিত বক্তেব্যে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রাজনীতি নিয়ে করা অন্যান্য প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির শাসনামলে ব্যাংকের টাকা চুরির সংস্কৃতি শুরু হয়। শুরু হয় ঋণখেলাপি সংস্কৃতি।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং তাদের ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন ড্যান্ডি ডায়িং, খাম্বা লিমিটেড, ওয়ান স্পিনিংসহ ১৫টি প্রতিষ্ঠানের নামে ভুয়া সম্পত্তি দেখিয়ে ৯৮০ কোটি টাকা ঋণ নেন। এমনকি ক্ষমতার অপব্যবহার করে এই অবৈধ ঋণের সুদ মওকুফ করেছে এবং পরবর্তীতে ওই ঋণের টাকাও মাফ করা হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী পরিবার ভুয়া সম্পত্তি দেখিয়ে এভাবে ঋণগ্রহণ ও ঋণ মওকুফের নজির পৃথিবীর আর কোথাও নেই। তাদের সম্পদের অভাব ছিল না। জনগণের এই টাকা তারা এখনও ফেরত দেয়নি। এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, এই ঋণ ও তা মওকুফ বিষয়টি যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চপর্যায় থেকে সম্পন্ন হয়েছে তাই এখানে আমাদের করার কিছু নেই।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিচারাধীন ৩২টি পাচার মামলার বেশিরভাগই বিএনপি নেতাদের বিরুদ্ধে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ২ লাখ কোটি টাকা লুটপাটের যে অভিযোগ করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের এই তথ্যের উৎস দিতে হবে। অন্যথায় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এ সময় তিনি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা বিভিন্ন দুর্নীতি মামলার বিচার কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে। এসব দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান দণ্ডিত হয়েছেন। বিএনপি নিজেদের লুটপাটের ও দুর্নীতির রাজনীতি ঢাকতে গিয়ে আজ বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমানে দুদক কর্তৃক তদন্তাধীন ও বিচারাধীন প্রায় ৩২টি পাচার-সংক্রান্ত মানি লন্ডারিং মামলা রয়েছে। যার মধ্যে বেশিরভাগই বিএনপি নেতাদের বিরুদ্ধে আনীত অভিযোগ। এখানে যেসব উল্লেখযোগ্য নেতা রয়েছেন তাদের মধ্যে তারেক জিয়া, গিয়াস উদ্দিন আল মামুন, মোর্শেদ খান ও খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক কর্তৃক দায়েরকৃত বিদেশে অর্থপাচার ও মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে এবং লুৎফুজ্জামান বাবর, আলী আসগর লবী, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার স্ত্রীসহ অনেক বিএনপি নেতাদের বিদেশে অর্থপাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ইসলামী ব্যাংক লিমিটেডের মালিকানা পরিবর্তনের ফলে ব্যাংকটিতে আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে এ ধরনের তথ্য ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর থেকে ব্যাংকের আমানত ও ঋণ উভয়ের পরিমাণই বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের কোনো ধরনের তারল্য সংকট নেই। ব্যাংকিং খাতে যে পরিমাণ তারল্য বৃদ্ধি পেয়েছে তা জনগণের নিয়মিত ব্যাংকিং প্রয়োজন মেটাতেই ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে অনিয়মিতভাবে অর্থ লোপাটের কোনো সুযোগই নেই এবং এতে সরকারের যে কোনো পর্যায়েই হস্তক্ষেপ করার বিষয়টি কাল্পনিক।

সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করছি। গত রাতেই (শুক্রবার) বিশ্বের ৫৭তম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হয়েছে বাংলাদেশ। এসব অর্জন সারা বিশ্বের সামনে বাঙালি জাতিকে শুধু বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেনি একই সঙ্গে আমাদের জাতীয় অর্থনীতির শক্ত বুনিয়াদের বহির্প্রকাশ। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দোহাই দিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের রাজনৈতিক পুনর্বাসন করতে চায়। যারা চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, নাশকতার অভিযোগ আছে এই ধরনের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গা থেকে এসে খুলনায় ভর করেছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনো নিরীহ মানুষকে, কোনো ভোটারকে বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই-এমন কোনো কর্মীকে হয়রানির শিকার হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে হানিফ বলেন, আপনারা মালয়েশিয়ার নির্বাচন থেকে কী শিক্ষা নিয়েছেন? সেটাই আমরা জানতে চাই। আপনাদের শিক্ষা নেয়া উচিত এবং স্মরণ করা উচিত। বাংলাদেশের জনগণ আপনাদের ২০০১-০৬ সালের যে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই আস্তাকুঁড়ে নিক্ষেপ করে দিয়েছে। এই শিক্ষাটা আমার মনে হয়, আপনারা আরেকবার স্মরণ করে নিতে পারেন।

এ সময় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করায় বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা জানান এই আওয়ামী লীগ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিথ্যা তথ্যের জন্য ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: রাজ্জাক

আপডেট সময় ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই লাখ কোটি টাকা লুটপাটের যে অভিযোগ বিএনপি করেছে, তা ভিত্তিহীন উল্লেখ করে এর তথ্যের উৎস সম্পর্কে জানতে চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যথায় মিথ্যা তথ্যের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

ভুয়া সম্পত্তি দেখিয়ে তারেক রহমানের ৯০৮ কোটি টাকা লুটপাটের সমালোচনাও করেন তিনি। শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করেন আব্দুর রাজ্জাক।

বিভিন্ন বিষয়ে লিখিত বক্তেব্যে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রাজনীতি নিয়ে করা অন্যান্য প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির শাসনামলে ব্যাংকের টাকা চুরির সংস্কৃতি শুরু হয়। শুরু হয় ঋণখেলাপি সংস্কৃতি।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং তাদের ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন ড্যান্ডি ডায়িং, খাম্বা লিমিটেড, ওয়ান স্পিনিংসহ ১৫টি প্রতিষ্ঠানের নামে ভুয়া সম্পত্তি দেখিয়ে ৯৮০ কোটি টাকা ঋণ নেন। এমনকি ক্ষমতার অপব্যবহার করে এই অবৈধ ঋণের সুদ মওকুফ করেছে এবং পরবর্তীতে ওই ঋণের টাকাও মাফ করা হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী পরিবার ভুয়া সম্পত্তি দেখিয়ে এভাবে ঋণগ্রহণ ও ঋণ মওকুফের নজির পৃথিবীর আর কোথাও নেই। তাদের সম্পদের অভাব ছিল না। জনগণের এই টাকা তারা এখনও ফেরত দেয়নি। এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, এই ঋণ ও তা মওকুফ বিষয়টি যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চপর্যায় থেকে সম্পন্ন হয়েছে তাই এখানে আমাদের করার কিছু নেই।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিচারাধীন ৩২টি পাচার মামলার বেশিরভাগই বিএনপি নেতাদের বিরুদ্ধে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ২ লাখ কোটি টাকা লুটপাটের যে অভিযোগ করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের এই তথ্যের উৎস দিতে হবে। অন্যথায় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এ সময় তিনি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা বিভিন্ন দুর্নীতি মামলার বিচার কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে। এসব দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান দণ্ডিত হয়েছেন। বিএনপি নিজেদের লুটপাটের ও দুর্নীতির রাজনীতি ঢাকতে গিয়ে আজ বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমানে দুদক কর্তৃক তদন্তাধীন ও বিচারাধীন প্রায় ৩২টি পাচার-সংক্রান্ত মানি লন্ডারিং মামলা রয়েছে। যার মধ্যে বেশিরভাগই বিএনপি নেতাদের বিরুদ্ধে আনীত অভিযোগ। এখানে যেসব উল্লেখযোগ্য নেতা রয়েছেন তাদের মধ্যে তারেক জিয়া, গিয়াস উদ্দিন আল মামুন, মোর্শেদ খান ও খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক কর্তৃক দায়েরকৃত বিদেশে অর্থপাচার ও মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে এবং লুৎফুজ্জামান বাবর, আলী আসগর লবী, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার স্ত্রীসহ অনেক বিএনপি নেতাদের বিদেশে অর্থপাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ইসলামী ব্যাংক লিমিটেডের মালিকানা পরিবর্তনের ফলে ব্যাংকটিতে আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে এ ধরনের তথ্য ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর থেকে ব্যাংকের আমানত ও ঋণ উভয়ের পরিমাণই বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের কোনো ধরনের তারল্য সংকট নেই। ব্যাংকিং খাতে যে পরিমাণ তারল্য বৃদ্ধি পেয়েছে তা জনগণের নিয়মিত ব্যাংকিং প্রয়োজন মেটাতেই ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে অনিয়মিতভাবে অর্থ লোপাটের কোনো সুযোগই নেই এবং এতে সরকারের যে কোনো পর্যায়েই হস্তক্ষেপ করার বিষয়টি কাল্পনিক।

সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করছি। গত রাতেই (শুক্রবার) বিশ্বের ৫৭তম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হয়েছে বাংলাদেশ। এসব অর্জন সারা বিশ্বের সামনে বাঙালি জাতিকে শুধু বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেনি একই সঙ্গে আমাদের জাতীয় অর্থনীতির শক্ত বুনিয়াদের বহির্প্রকাশ। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দোহাই দিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের রাজনৈতিক পুনর্বাসন করতে চায়। যারা চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, নাশকতার অভিযোগ আছে এই ধরনের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গা থেকে এসে খুলনায় ভর করেছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনো নিরীহ মানুষকে, কোনো ভোটারকে বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই-এমন কোনো কর্মীকে হয়রানির শিকার হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে হানিফ বলেন, আপনারা মালয়েশিয়ার নির্বাচন থেকে কী শিক্ষা নিয়েছেন? সেটাই আমরা জানতে চাই। আপনাদের শিক্ষা নেয়া উচিত এবং স্মরণ করা উচিত। বাংলাদেশের জনগণ আপনাদের ২০০১-০৬ সালের যে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই আস্তাকুঁড়ে নিক্ষেপ করে দিয়েছে। এই শিক্ষাটা আমার মনে হয়, আপনারা আরেকবার স্মরণ করে নিতে পারেন।

এ সময় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করায় বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা জানান এই আওয়ামী লীগ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।