অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনের দক্ষিণের স্বায়ত্বশাসিত গুয়াংঝি ঝুয়াং অঞ্চলে একটি মিনিভ্যান উল্টে নদীতে পড়ে যাওয়ায় আটজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। খবর সিনহুয়ার।
কাউন্টি সরকার জানায়, বৃহস্পতিবার রাতে কাংউ কাউন্টির শান্তোউ শহরতলীর একটি নদীতে ভ্যানটি পড়ে গেলে তারা প্রাণ হারান। এতে নয়জন যাত্রী ছিলেন। নয়জনের সকলেই ছিলেন স্থানীয় সিনিয়র নাগরিক।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























