অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকা সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ একাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার যৌন অসদাচরণের অভিযোগ তদন্তে সুইডিশ একাডেমির ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থায়ী সম্পাদক সারা দানিয়ুস। একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন অসদাচরণ অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ ধরেই বেশ চাপের মুখে ছিল।
সুইডিশ একাডেমিই প্রতিবছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম ঘোষণা করে। আজীবনের জন্য মনোনীত হওয়ায় ‘কার্যত’ এর সদস্যদের পদত্যাগের সুযোগ নেই।
যদিও গত সপ্তাহে স্থায়ী সম্পাদকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অবস্থানে অসন্তোষ জানিয়ে তিন লেখক পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক ভবিষ্যতে একাডেমির আর কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। এরপরই আজ সুইডিশ একাডেমি সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার স্থগিত করল।
আকাশ নিউজ ডেস্ক 



















