অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জানুয়ারি ২০১৮ থেকে প্রতিমাসে প্রতিজনের ৩০০ থেকে ৪০০ রিয়াল বাড়তি ফি আদায়ের যে ঘোষণা এসেছিল, তা স্থগিত করেছে সরকার। পরবর্তীতে কখনও এ আইন বহাল করা হলে লেবার মিনিস্ট্রি অফিসিয়ালী জানিয়ে দেবে!
এর আগে জনপ্রতি মাসিক ১০০ রিয়াল, (২৭ ডলার) ২০১৮ সালের জুলাই থেকে ২০০ রিয়াল, ২০১৯ সালে ৩০০ রিয়াল এবং সেটা ২০২০ সালে মাসিক ৪০০ রিয়াল প্রবাসীদের আকামার উপর সৌদি সরকারের নতুন ফি চালু করে ।
আকাশ নিউজ ডেস্ক 

























