ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এই সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারের অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেননি নিশ্চয়ই তারা ভুল করেছে। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করছে। আগামী দিনে নির্বাচন না করলে আবারও ভুল হবে।’

ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতারা।

পরে বাণিজ্যমন্ত্রী ভোলা শহরের মনিহারি পট্টি ও চক বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের প্রতি আরও যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং ভোলা ফায়ার সার্ভিস ইউনিটকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম

এই সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল

আপডেট সময় ০৬:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারের অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেননি নিশ্চয়ই তারা ভুল করেছে। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করছে। আগামী দিনে নির্বাচন না করলে আবারও ভুল হবে।’

ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতারা।

পরে বাণিজ্যমন্ত্রী ভোলা শহরের মনিহারি পট্টি ও চক বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের প্রতি আরও যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং ভোলা ফায়ার সার্ভিস ইউনিটকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন।