অাকাশ জাতীয় ডেস্ক:
ই-ভিসা, মোয়াল্লেম ফি এবং হজ এজেন্সির নানা জটিলতার কারণে সৌদি আরব যেতে না পারা হজযাত্রীরা এবার বিশেষ ফ্লাইটে যাচ্ছেন। এ ছাড়া নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। এতে হজযাত্রীদের দুর্ভোগ কমছে।আটকেপড়া হজযাত্রীরা সোমবার সৌদি আরব যেতে শুরু করেছেন। বিশেষ ফ্লাইট শুরুর প্রথম দিনই দুটি বিমানে প্রায় আড়াই হাজার হজযাত্রী সৌদি আরব গেছেন। এতে এলোমেলো হয়ে পড়া বিমানের সিডিউল স্বাভাবিক হতে শুরু করেছে।
হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ হজযাত্রী আশকোনা ক্যাম্পে সকালে এলে বিকেলের মধ্যেই ফ্লাইট পাচ্ছেন। আর রিসিডিউল করা ফ্লাইটগুলোর যাত্রীদের আগে জানিয়ে দেওয়ায় তাদের হজক্যাম্পে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে না। বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে আটকেপড়া হজযাত্রীরা অভিনন্দন জানিয়েছেন।
হজ নিয়ে সৌদি আরবের নতুন নিয়ম, কিছু হজ এজেন্সির গাফিলতি ও অনিয়মের কারণে এবার হজযাত্রায় নানা সমস্যা তৈরি হয়। এতে প্রায় ৬০ হাজার যাত্রীর সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। বাড়তি মোয়াল্লেম ফি, দ্বিতীয়বার যারা হজে যাচ্ছেন তাদের জন্য সৌদি সরকার নির্ধারিত ফি না দেওয়া ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ভিসা নিয়ে জটিলতা দেখা দেয়। এতে বিড়ম্বনায় পড়েন হজযাত্রীরা। একের পর এক বাতিল হয় হজ ফ্লাইট।
সোমবার বিমানের নিয়মিত চারটি হজ ফ্লাইটের মধ্যে চট্টগ্রাম থেকে দুটি ও ঢাকা থেকে একটি ফ্লাইট ঠিক সময়ে ছেড়ে গেছে। আর প্রথমবারের মতো বিকেল ৪টায় সিলেট থেকে একটি ফ্লাইট ছেড়ে গেছে। এ ছাড়া দুটি বিশেষ ফ্লাইট আটকেপড়া হজযাত্রীদের নিয়ে সৌদি আরব গেছে।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা। এর মধ্যে ভিসা পেয়েছেন ৬৬ হাজার ৩৮৫ জন। আর এখন পর্যন্ত সৌদিতে গেছেন ৪১ হাজার ৪২ জন। বাংলাদেশ বিমান মোট ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। অন্যরা যাবেন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।
গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরুর পর থেকে ই-ভিসা জটিলতা আর যাত্রী সংকটের কারণে বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে প্রায় ১২ হাজার হজযাত্রীর সৌদি যাওয়ার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সোমবার পর্যন্ত বিমানের ১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এগুলোতে আট হাজার ৩৬ যাত্রী যাওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, বিমান হজযাত্রীদের পরিবহন করতে নানা উদ্যোগ নিয়েছে। ২/১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















