আকাশ স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে উইকেট সেরার তকমাও নিজের করে নিয়েছেন ম্যাশ। এই সময়ে তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ সতীর্থ তামিম ইকবালও। তাইতো সুযোগ পেয়ে নড়াইল এক্সপ্রেসকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি দেশসেরা এই ওপেনার।
ডিপিএলের এই আসরে খেলতে পারেননি তামিম ইকবাল। ইনজুরির কারণে কিন্তু নিজে না খেললেও সতীর্থদের খেলা ঠিকই উপভোগ করেছেন। ঘরোয়া এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়েছেন মাশরাফি। এমন মনমুগ্ধকর পারফরম্যান্স নিয়ে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে তাকে তরুণদের আদর্শ বলে উল্লেখ করলেন ড্যাশিং ওপেনার তামিম।
তিনি বলেন, ‘মাশরাফির ক্যারিয়ার এখন প্রায় শেষ দিকে। এই সময়ে এসে এমন পারফরম্যান্স করা আসলেই সহজ কাজ নয়। তবে এই পারফরম্যান্স প্রমাণ করে, উনি ঘরোয়া লিগকেও কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন। যদি তিনি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। তরুণ যারা বাংলাদেশ দলের বোলার হতে চান, তাদের জন্য একটি অসাধারণ উদাহরণ।’
ডিপিএলে সোমবার সুপার লিগ পর্বের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে তিন উইকেট নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের মালিক হন মাশরাফি। ডিপিএলে এবারের মৌসুমে মাশরাফির উইকেট সংখ্যা এখন পর্যন্ত ৩৮টি। যা ডিপিএলের এক আসরে সর্বোচ্চ।
আকাশ নিউজ ডেস্ক 
























