অাকাশ জাতীয় ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হবে না এবং এসব পণ্যের দামও বাড়বে না। এছাড়া বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও ডলারের দাম বাড়ার কোনো প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে না।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দেশজ উৎপাদনের পাশাপাশি আমদানির ওপর নির্ভর করে। রমজানে নিত্যপণ্যের যে চাহিদা দেশে আছে, তার চেয়ে বেশি আমদানি হয়েছে।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুর এইগুলো সবকিছুই আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তবে সংকট সৃষ্টির কোনো আশঙ্কা দেখছি না।’
তোফায়েল বলেন, সরকার ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্ধুসুলভ’ সম্পর্ক রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায়। জোর করে কখনও কিছু অর্জন করা যায় না।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের মাধ্যমে বাজার তদারক করা হয়। দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের হ্রাস-বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করা হয়। ফলে আমাদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ থাকবে যাতে এ বছর রমজানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি না হয়।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারাও রোজাদার ভাইদের প্রতি সহানুভূতিশীল হোন, আমাদের ধর্মেও এ ধরনের নির্দেশনা রয়েছে। আপনাদের পক্ষ থেকে রোজাদার ভাইদের জন্য যতটুকু করার তা করার চেষ্টা করবেন।
চাঁদ দেখা সাপক্ষে আগামী ১৭ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 






















