অাকাশ জাতীয় ডেস্ক:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা সরকারের মন্ত্রিপরিষদ থেকে এখনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছি। পার্টির চেয়ারম্যানের নির্দেশ পেলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।
শনিবার দুপুরে নোয়াখালী সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে। বাবা-মা অনেক কষ্ট করে তোমাদের পড়ালেখা করায়। তাদের মুখ যেন উজ্জ্বল হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সেনবাগের স্থানীয় এমপি মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, এস এ টিভির প্রধান সমন্বয়ক ও উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসান মঞ্জুর, টপস্টার গ্রুপের কর্ণধার হারুর উর রশিদ চৌধুরী, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এমকে বাশার, প্রাক্তন ছাত্র মো. কামাল উদ্দিন সিআইপি, বরিশাল জেলা ও দায়রা জজ আলী হায়দার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, এম এ হাশেম কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মজিবুল হক, আওয়ামী লীগ নেতা এম দলিলুর রহমান, অর্জনতলা ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, সাবেক চেয়ারম্যান সাহজাহান ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আ স ম জাকারিয়া আল মামুন, অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক মির্জা সোলেমান বক্তব্য রাখেন।
এ সময় নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ান, উপজেলা নিবাহী কর্মকর্তা শতরুপা তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মরিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা গোলাম কবির ও আলী আক্কাস রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 





















