ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩

দেনা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়া উপজেলায় দেনা পরিশোধে ব্যর্থ ও পাওনাদারদের চাপে বিপর্যস্ত হয়ে মান্নান সিকদার (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের বাড়ির উঠানের ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম বলেন, আমার স্বামী মান্নান পেশায় মাছ ব্যবসায়ী। আমাদের পাঁচ সদস্যের পরিবার। প্রায় এক বছর আগে আমার বড় ছেলে সোহেল সিকদার দুর্ঘটনায় পা ভেঙে যায়। বড় ছেলের চিকিৎসা করাতে গিয়ে আমার স্বামী প্রায় সাত লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের চাপে তিনি বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি ঘর থেকে চুপিসারে বেরিয়ে বাড়ির উঠানের ছবেদা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

গ্রামবাসী ও পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার এসআই মো. জহিরুল হক বলেন, মান্নান সিকদার চিংড়ির রেণু পোনা বিক্রি করে তার সংসার ভালোই চলছিল। হঠাৎ করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি বেশকিছু টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

দেনা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়া উপজেলায় দেনা পরিশোধে ব্যর্থ ও পাওনাদারদের চাপে বিপর্যস্ত হয়ে মান্নান সিকদার (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের বাড়ির উঠানের ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম বলেন, আমার স্বামী মান্নান পেশায় মাছ ব্যবসায়ী। আমাদের পাঁচ সদস্যের পরিবার। প্রায় এক বছর আগে আমার বড় ছেলে সোহেল সিকদার দুর্ঘটনায় পা ভেঙে যায়। বড় ছেলের চিকিৎসা করাতে গিয়ে আমার স্বামী প্রায় সাত লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের চাপে তিনি বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি ঘর থেকে চুপিসারে বেরিয়ে বাড়ির উঠানের ছবেদা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

গ্রামবাসী ও পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার এসআই মো. জহিরুল হক বলেন, মান্নান সিকদার চিংড়ির রেণু পোনা বিক্রি করে তার সংসার ভালোই চলছিল। হঠাৎ করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি বেশকিছু টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।