অাকাশ জাতীয় ডেস্ক:
নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার রাত পৌনে একটার দিকে কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বিমানবন্দরে। সেখান থেকে বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৪ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন জানিয়েছিলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্যোগে কবিরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। সিঙ্গাপুরে পৌঁছানো পর্যন্ত তার চিকিৎসার ব্যবস্থাপনা ঢামেক হাসপাতালের পক্ষ থেকেই করা হবে।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নেপালের বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের শারীরিক অবস্থা বেশি সংকটাপন্ন ছিল, কবির হোসেন তাদের একজন। ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচার রয়েছে। ঢামেক হাসপাতালে আনার আগে তার নিউমোনিয়া ও জন্ডিসের সমস্যা ছিল, তবে সেগুলো এখন নিয়ন্ত্রণে।
শুক্রবার (২৩ মার্চ) রাত নয়টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১০ বাংলাদেশি। এর মধ্যে ইমরানা কবির হাসি ও ডা. রেজওয়ান আহমেদ সিঙ্গাপুরে এবং ইয়াকুব আলী ভারতে চিকিৎসাধীন। বাকি সাতজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে কবির হোসেনকে সিঙ্গাপুরে পাঠানো হলো চিকিৎসার জন্য।
আকাশ নিউজ ডেস্ক 




















