অাকাশ বিনোদন ডেস্ক:
অভিনেত্রী কুসুম শিকদার শুধু অভিনয় নয় ভালো গানও জানেন। ‘নেশা’ শিরোনামে একটি গানে কণ্ঠও দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ইউটিউবে ‘নেশা’ গানের ভিডিও প্রকাশ পেয়েছে। যাতে র্যাম্প মডেল সুজনের সঙ্গে মডেল হয়েছেন কুসুম শিকদার নিজেই। ভিডিওতে আবেদনময়ী এক কুসুম শিকদারকে দেখতে পাচ্ছেন দর্শক।
গানটির সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। শিল্পি জানান, গানটির সাড়া তিনি ভালো পাচ্ছেন। ভবিষ্যতে নিজের গাওয়া গানের ভিডিও নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করেন তিনি।
১৮ বছর আগে কুসুম শিকদার তার গাওয়া প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। এরপর অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি কেটেছে। নাটক ও চলচ্চিত্রে সমানতাল কাজ করেছেন তিনি। সর্বশেষ গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























