অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জামাত আলী নামে এক চা দোকানির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বেড়াখোলা গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাত আলী (২০) ওই গ্রামের বিশা মোল্লার ছেলে।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, রোববার রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তার। সোমবার সকালে একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নিহতের স্বজন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























