অাকাশ জাতীয় ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমকে (এবিটি) সাহায্য করার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ।
শনিবার তাদের মহারাষ্ট্রের পুনার ওয়ানভাড়ি ও আকুড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে দুজন খুলনার সাতানি পুশখালী ও অন্যজন শরীয়তপুরের বিরাজিকুণ্ডি এলাকার বাসিন্দা।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া পুনায় বসবাস করছিল। গ্রেফতারের পর তাদের জেরা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























