আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট তারকা মুহাম্মদ সামি বলেছেন, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমার কাছে যথেষ্ট তথ্য রয়েছে। আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মেরামতের আর কোনো সুযোগ নেই। আদালতের বাইরেও আর মিটিয়ে নিতে চাইছি না। এ বার আমিও আইনির পথেই হাঁটব।
বৃহস্পতিবার দিল্লি থেকে একথা জানিয়েছেন এই পেসার।
দুদিন আগেও সব মিটিয়ে নেয়ার পক্ষে ছিলেন সামি। স্ত্রী হাসিন জাহানকে ফোন করেও বলেছিলেন সেই সব কথা।
কিন্তু বিসিসিআইয়ের সামনে হাজির হওয়ার পর যেন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন সামি। এ বার আর তিনি মিটিয়ে নেয়ার পক্ষে কথা বলছেন না। বরং আইনি পথেই হাঁটতে চাইছেন তিনি।
শামি অভিযোগ করে বলেন, সমস্যার শুরু হাসিন জাহানের অভিযোগ নিয়েই। কারণ তিনিই অভিযোগ করে বলেছিলেন, সামির বিবাহবহির্ভূত সম্পর্কের কথা।
হাসিনের এই অভিযোগের পর বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ যায় সামির নাম। বিসিসিআইয়ের দুর্নীতি-দমন শাখায় বৃহস্পতিবার তাকে এ বিষয়ে জেরা করা হয়। তিন ঘণ্টা ধরে চলে সেই জেরা।
নীরজ কুমারের সামনে সামি তার পক্ষে সব যুক্তিই দিয়েছেন।
পুরো ঘটনাটি যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। বিসিসিআই ও স্থানীয় পুলিশকে এরকম অনুরোধ করেছেন সামি। কারণ এই ঘটনায় অনেক জীবন জড়িয়ে গিয়েছে। তিনি চান, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক।
আকাশ নিউজ ডেস্ক 

























