ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

সানি লিওন আমার ফোন নম্বর‘নীল’জগতে ছড়িয়ে দিয়েছে

আকাশ বিনোদন ডেস্ক:

সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই রাখি সবন্তের কপালে ভাঁজ পড়েছিল। একাধিক বার সানি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন রাখি। তবে অধিকাংশ সময়েই সেই সব মন্তব্যে কান দেননি সানি। অন্যদিকে, রাখিও থামার পাত্রী নন। তাই সানি সম্পর্কে আবার নতুন এক অভিযোগ আনলেন তিনি।

এবার রাখির অভিযোগ, সানি লিওন নাকি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে তাঁর ফোন নম্বর ছড়িয়ে দিয়েছেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের কাছে সানি সম্পর্কে এই মন্তব্য করেছেন রাখি সবন্ত।

রাখির কথায়, ‘‘সানি লিওন আমার ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছেন। আমার কাছে প্রায়ই ফোন আসছে। ফোন করে আমার ভিডিও ও মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আমায় মোটা টাকার প্রস্তাবও দিচ্ছে ফোন করে।’’ এই ধরনের ফোন পেয়ে চিন্তিত বলেও জানিয়েছেন রাখি।

রাখি আরও বলেছেন, ‘‘আমি এই ধরনের কাজে একদমই আগ্রহী নই। আমি মারা যাব, তা-ও এই জগতে প্রবেশ করব না। আমি একজন ভারতীয় নারী আর আমি আমাদের সংস্কৃতির মর্যাদা সম্পর্কে অবহিত। আমি মন থেকে ভারতীয়।’’

কিন্তু রাখি কীভাবে এত নিশ্চিত যে, তাঁর ফোন নম্বরটি সানিই দিয়েছেন? রাখির কথায়, ‘‘আমার ফোন নম্বর কীভাবে পেয়েছেন জিজ্ঞাসা করায়, ওরাই সানি লিওনের নাম নিয়েছে।’’ যদিও, এই ‘ওরা’ কারা, সেই ব্যাপারে কোনও মন্তব্য নেই রাখির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

সানি লিওন আমার ফোন নম্বর‘নীল’জগতে ছড়িয়ে দিয়েছে

আপডেট সময় ০৭:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই রাখি সবন্তের কপালে ভাঁজ পড়েছিল। একাধিক বার সানি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন রাখি। তবে অধিকাংশ সময়েই সেই সব মন্তব্যে কান দেননি সানি। অন্যদিকে, রাখিও থামার পাত্রী নন। তাই সানি সম্পর্কে আবার নতুন এক অভিযোগ আনলেন তিনি।

এবার রাখির অভিযোগ, সানি লিওন নাকি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে তাঁর ফোন নম্বর ছড়িয়ে দিয়েছেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের কাছে সানি সম্পর্কে এই মন্তব্য করেছেন রাখি সবন্ত।

রাখির কথায়, ‘‘সানি লিওন আমার ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছেন। আমার কাছে প্রায়ই ফোন আসছে। ফোন করে আমার ভিডিও ও মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আমায় মোটা টাকার প্রস্তাবও দিচ্ছে ফোন করে।’’ এই ধরনের ফোন পেয়ে চিন্তিত বলেও জানিয়েছেন রাখি।

রাখি আরও বলেছেন, ‘‘আমি এই ধরনের কাজে একদমই আগ্রহী নই। আমি মারা যাব, তা-ও এই জগতে প্রবেশ করব না। আমি একজন ভারতীয় নারী আর আমি আমাদের সংস্কৃতির মর্যাদা সম্পর্কে অবহিত। আমি মন থেকে ভারতীয়।’’

কিন্তু রাখি কীভাবে এত নিশ্চিত যে, তাঁর ফোন নম্বরটি সানিই দিয়েছেন? রাখির কথায়, ‘‘আমার ফোন নম্বর কীভাবে পেয়েছেন জিজ্ঞাসা করায়, ওরাই সানি লিওনের নাম নিয়েছে।’’ যদিও, এই ‘ওরা’ কারা, সেই ব্যাপারে কোনও মন্তব্য নেই রাখির।