ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

সোনাপাতার ঔষধি গুণগুণ

আকাশ নিউজ ডেস্ক:

বাংলদেশে সোনাপাতা গাছ প্রচুর জন্মে। এই পাতা দেখতে অনেক টা মেহেলী পাতার মত। সোনাপাতা একটি বীরূৎ জাতীয় গাছ। গাছটি বংলাদেশ ছাড়াও সুদান, সোমালিয়া, পাঞ্জাব ও দক্ষীণ ভারতে পাওয়া যায়। এই গাছটি আমাদের দেশে সোনা পাতা, সোনামুখী নামে পরিচিত। পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়। ইংরেজী এই পাতার নাম- Senna, Tinnevelly Senna. আর বৈজ্ঞানিক নাম হচ্ছে Cassia angustifolia Vahl. এটি Caesalpiniaceae পরিবারের। সোনা পাতার, ফুল, ফল ও বিচি সবি আমাদের জন্য অনেক উপকারী হিসেবে ব্যবহার হয়।

ঔষধি ব্যবহার:

১। এর পাতা কোষ্ট-কাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে। সোনা পাতায় বিদ্যমান এনথ্রানয়েড রেচক হিসেবে কাজ করে এবং হজম প্রক্রিয়াকে প্রক্রিয়াকে সক্রিয় করে। এতে কোলনের সঞ্চালন উদ্দীপিত হয়। ফলে খুব অল্প সময়ে এবং খুব সহজেই মল দেহ থেকে বাইরে নিষ্কাষিত হয়।

২। শৃঈরের ওজন কামায়

৩। উচ্ছ রক্ত চাপ কামতে সাহায্য করে।

সোনা পাতা খাওয়ার নিয়ম:

প্রতিদিন রাতে ২০-৪০ মিলি গ্রাম পাতা এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে আবার অল্প পরিমাণ গরম পানি তাতে মিশিয়ে চায়ের মত পান করতে হবে। সাথে ৩-৪ টি পাহড়ি হরতকি গুরা কে দিলে ভাল হয়।

খাবার ৪-৫ ঘণ্টার মধ্যে বাথরুমের আসেপাসে থাকতে হবে।

সপ্তাহে দুইদিন এর বেশী সেবন করা উচিৎ না।

বিরুদ্ধ ব্যবহার/ সতর্কতা:
অন্ত্রের কোন রোগ থাকলে, যেমন-অন্ত্রের প্রদাহ, আলসার, এপেনহিসাইটিস ইত্যাদি এসব ক্ষেত্রে সোনাপাতা ব্যবহার করা যাবে না। এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং ৫ বছরের নিচের বাচ্চদের এই হার্বস ব্যবহার করা উচিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

সোনাপাতার ঔষধি গুণগুণ

আপডেট সময় ০১:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

বাংলদেশে সোনাপাতা গাছ প্রচুর জন্মে। এই পাতা দেখতে অনেক টা মেহেলী পাতার মত। সোনাপাতা একটি বীরূৎ জাতীয় গাছ। গাছটি বংলাদেশ ছাড়াও সুদান, সোমালিয়া, পাঞ্জাব ও দক্ষীণ ভারতে পাওয়া যায়। এই গাছটি আমাদের দেশে সোনা পাতা, সোনামুখী নামে পরিচিত। পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়। ইংরেজী এই পাতার নাম- Senna, Tinnevelly Senna. আর বৈজ্ঞানিক নাম হচ্ছে Cassia angustifolia Vahl. এটি Caesalpiniaceae পরিবারের। সোনা পাতার, ফুল, ফল ও বিচি সবি আমাদের জন্য অনেক উপকারী হিসেবে ব্যবহার হয়।

ঔষধি ব্যবহার:

১। এর পাতা কোষ্ট-কাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে। সোনা পাতায় বিদ্যমান এনথ্রানয়েড রেচক হিসেবে কাজ করে এবং হজম প্রক্রিয়াকে প্রক্রিয়াকে সক্রিয় করে। এতে কোলনের সঞ্চালন উদ্দীপিত হয়। ফলে খুব অল্প সময়ে এবং খুব সহজেই মল দেহ থেকে বাইরে নিষ্কাষিত হয়।

২। শৃঈরের ওজন কামায়

৩। উচ্ছ রক্ত চাপ কামতে সাহায্য করে।

সোনা পাতা খাওয়ার নিয়ম:

প্রতিদিন রাতে ২০-৪০ মিলি গ্রাম পাতা এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে আবার অল্প পরিমাণ গরম পানি তাতে মিশিয়ে চায়ের মত পান করতে হবে। সাথে ৩-৪ টি পাহড়ি হরতকি গুরা কে দিলে ভাল হয়।

খাবার ৪-৫ ঘণ্টার মধ্যে বাথরুমের আসেপাসে থাকতে হবে।

সপ্তাহে দুইদিন এর বেশী সেবন করা উচিৎ না।

বিরুদ্ধ ব্যবহার/ সতর্কতা:
অন্ত্রের কোন রোগ থাকলে, যেমন-অন্ত্রের প্রদাহ, আলসার, এপেনহিসাইটিস ইত্যাদি এসব ক্ষেত্রে সোনাপাতা ব্যবহার করা যাবে না। এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং ৫ বছরের নিচের বাচ্চদের এই হার্বস ব্যবহার করা উচিত নয়।