ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

আমার সময়েই সঠিক গণতন্ত্র ছিল: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের শাসনামলে দেশে সঠিক গণতন্ত্র ছিল বলে দাবি করেছেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, আগামী নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেবে। আবার তিনি সরকার গঠন করে দেশের মানুষকে সঠিক গণতন্ত্র দিতে চান।

বুধবার (০৭ মার্চ) বিকালে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে। একমাত্র জাতীয় পার্টি সেই পরিবর্তন ঘটাতে পারবে।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সরকারের সমালোচনা করে বলেন, ‘মানুষ শান্তিতে নেই, কেউ ঘুমাতে পারে না। দেশে খুন, ধর্ষণ, গুম চলছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান করবে।’

এরশাদ বলেন, ‘আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জের উপনির্বাচন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি নির্বাচনের মতো একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে।’

জাপা চেয়ারম্যান দাবি করেন, ভোট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে উপনির্বাচনে জাতীয় পার্টির বিজয় হবেই, কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, সুন্দরগঞ্জ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এর আগে এরশাদ দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে সদরের মধু বিড়ির চাতালে এসে পৌঁছান, সেখান থেকে দাড়িয়াপুরে জনসভা শেষে বিকালে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার সময়েই সঠিক গণতন্ত্র ছিল: এরশাদ

আপডেট সময় ১১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের শাসনামলে দেশে সঠিক গণতন্ত্র ছিল বলে দাবি করেছেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, আগামী নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেবে। আবার তিনি সরকার গঠন করে দেশের মানুষকে সঠিক গণতন্ত্র দিতে চান।

বুধবার (০৭ মার্চ) বিকালে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে। একমাত্র জাতীয় পার্টি সেই পরিবর্তন ঘটাতে পারবে।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সরকারের সমালোচনা করে বলেন, ‘মানুষ শান্তিতে নেই, কেউ ঘুমাতে পারে না। দেশে খুন, ধর্ষণ, গুম চলছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান করবে।’

এরশাদ বলেন, ‘আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জের উপনির্বাচন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি নির্বাচনের মতো একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে।’

জাপা চেয়ারম্যান দাবি করেন, ভোট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে উপনির্বাচনে জাতীয় পার্টির বিজয় হবেই, কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, সুন্দরগঞ্জ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এর আগে এরশাদ দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে সদরের মধু বিড়ির চাতালে এসে পৌঁছান, সেখান থেকে দাড়িয়াপুরে জনসভা শেষে বিকালে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।