ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

‘চালবাজ’ নিয়ে ‘চালবাজি’

আকাশ বিনোদন ডেস্ক: 

বাংলাদেশি সুপারস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী অভিনীত দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত রবিবার ইউটিউবে মুক্তি দেয়া হয় এই ছবির অফিসিয়াল ট্রেলার। ভালোই সাড়া ফেলেছে ট্রেলারটি। ট্রেলার মুক্তির সঙ্গে এটি চলচ্চিত্র অঙ্গণে শোরগোল সৃষ্টি করেছে অন্য ভাবেও। আপাতত সেই বিষয়টি নিয়েই সরগরম মিডিয়া পাড়া।

মূল ব্যাপারটি হচ্ছে, গত প্রায় এক বছর ধরে ‘চালবাজ’-কে যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছিল। কিন্তু গত রবিবার ট্রেলার প্রকাশ করা হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের একক ছবি হিসেবে। অথচ শুরু থেকেই সেখানে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন-কাট এর নামটিও যুক্ত ছিল।

এমনটা হওয়ার কারণ সম্পর্কে এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা গণমাধ্যমে বলেন, ‘ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল। একাধিক বার চেষ্টা করেও অনুমতি মেলেনি। যার কারণে ‘চালবাজ’-কে কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হয়েছে’।

বিষয়টিকে পুরোপুরি প্রতারণা বলছেন যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে এটি এক ধরণের প্রতারণা। গত বছরের মে মাসে ‘তুই শুধু আমার’ ও ‘চালবাজ’ নামে দুটি ছবির চিত্রনাট্য জমা পড়েছিল। সে সময় ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় তৈরির অনুমতি দেয়া হলেও সঠিক নীতিমালা না মানার কারণে ‘চালবাজ’-এর চিত্রনাট্য পাস হয়নি। তার পরও যৌথ প্রযোজনার প্রচার দিয়ে ছবির শুটিং শুরু করে তারা।’

তিনি আরও বলেন, ‘প্রযোজকরা মনে করেছিলেন, অনুমতি ছাড়াই শুটিং শেষ করে পরে ফাঁকফোকর দিয়ে অনুমতি নিয়ে যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দেবেন। কিন্তু চলচ্চিত্রে সেই অনিয়ম আর হবে না।’ গুলজারের এই বক্তব্যেই পরিষ্কার, সরাসরি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাকিব খান ও শুভশ্রীর ‘চালবাজ’।

আগামী ১ বৈশাখ কলকাতাজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দাপ্তরিক কাজ সময়মতো শেষ করতে পারলে সপ্তাহ খানেক পরে আমদানি নীতিমালার চুক্তিতে বাংলাদেশেও ‘চালবাজ’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানানো হয়েছে এসকে মুভিজের পক্ষ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

‘চালবাজ’ নিয়ে ‘চালবাজি’

আপডেট সময় ০৯:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

বাংলাদেশি সুপারস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী অভিনীত দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত রবিবার ইউটিউবে মুক্তি দেয়া হয় এই ছবির অফিসিয়াল ট্রেলার। ভালোই সাড়া ফেলেছে ট্রেলারটি। ট্রেলার মুক্তির সঙ্গে এটি চলচ্চিত্র অঙ্গণে শোরগোল সৃষ্টি করেছে অন্য ভাবেও। আপাতত সেই বিষয়টি নিয়েই সরগরম মিডিয়া পাড়া।

মূল ব্যাপারটি হচ্ছে, গত প্রায় এক বছর ধরে ‘চালবাজ’-কে যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছিল। কিন্তু গত রবিবার ট্রেলার প্রকাশ করা হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের একক ছবি হিসেবে। অথচ শুরু থেকেই সেখানে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন-কাট এর নামটিও যুক্ত ছিল।

এমনটা হওয়ার কারণ সম্পর্কে এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা গণমাধ্যমে বলেন, ‘ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল। একাধিক বার চেষ্টা করেও অনুমতি মেলেনি। যার কারণে ‘চালবাজ’-কে কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হয়েছে’।

বিষয়টিকে পুরোপুরি প্রতারণা বলছেন যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে এটি এক ধরণের প্রতারণা। গত বছরের মে মাসে ‘তুই শুধু আমার’ ও ‘চালবাজ’ নামে দুটি ছবির চিত্রনাট্য জমা পড়েছিল। সে সময় ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় তৈরির অনুমতি দেয়া হলেও সঠিক নীতিমালা না মানার কারণে ‘চালবাজ’-এর চিত্রনাট্য পাস হয়নি। তার পরও যৌথ প্রযোজনার প্রচার দিয়ে ছবির শুটিং শুরু করে তারা।’

তিনি আরও বলেন, ‘প্রযোজকরা মনে করেছিলেন, অনুমতি ছাড়াই শুটিং শেষ করে পরে ফাঁকফোকর দিয়ে অনুমতি নিয়ে যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দেবেন। কিন্তু চলচ্চিত্রে সেই অনিয়ম আর হবে না।’ গুলজারের এই বক্তব্যেই পরিষ্কার, সরাসরি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাকিব খান ও শুভশ্রীর ‘চালবাজ’।

আগামী ১ বৈশাখ কলকাতাজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দাপ্তরিক কাজ সময়মতো শেষ করতে পারলে সপ্তাহ খানেক পরে আমদানি নীতিমালার চুক্তিতে বাংলাদেশেও ‘চালবাজ’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানানো হয়েছে এসকে মুভিজের পক্ষ থেকে।