ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছবি তুলে দেবে চশমা

আকাশ আইসিটি ডেস্ক: 

চশমা চোখে দিয়ে ঘুরবেন। যা দেখবেন তাই ভিডিও হবে। উঠবে স্টিল ছবিও। এমন দৃশ্য কেবল সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যায়। কিন্তু এবার এই বাস্তবেও মিলছে। সোশ্যাল অ্যাপ স্ন্যাপচ্যাটের অঙ্গ প্রতিষ্ঠান ক্যামেরা সমৃদ্ধ স্মার্ট গ্লাস বাজারে এনেছে বেশ কিছুদিন আগে। এবার এই গ্লাসের দ্বিতীয় ভার্সন বাজারে আসছে। আগের ভার্সনের চেয়ে নতুন ভার্সনের গ্লাসে অত্যাধুনিক ফিচার সংযোজন করা হয়েছে।

স্পেকট্যাকলস নামের এই চশমার দ্বিতীয় ভার্সনে প্রিমিয়াম ডিজাইনেল তৈরি। এতে ডুয়েল ক্যামেরা থাকছে। ২০১৯ সাল নাগাদ চশমাটি বাজারে আসবে।

স্পেকট্যাকলস চশমার নতুন ভার্সন বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে আছে। এটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি। ফলে হালকা ও পাতলা এটি। এতে গোলাকাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। চশমার দুই গ্লাসের কোণায় থাকবে ক্যামেরা। চশমাটি পানিরোধী। পানির নিচে ডুব দিয়েও ছবি তোলা যাবে। এতে থ্রিডি লাইক ডেপথ ইফেক্টস পাওয়া যাবে।

স্ন্যাপ দাবি করছে তাদের তৃতীয় প্রজন্মের চশমায় থাকবে বিল্টইন জিপিএস। এই চশমার দাম হবে। ৩০০ ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ছবি তুলে দেবে চশমা

আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক: 

চশমা চোখে দিয়ে ঘুরবেন। যা দেখবেন তাই ভিডিও হবে। উঠবে স্টিল ছবিও। এমন দৃশ্য কেবল সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যায়। কিন্তু এবার এই বাস্তবেও মিলছে। সোশ্যাল অ্যাপ স্ন্যাপচ্যাটের অঙ্গ প্রতিষ্ঠান ক্যামেরা সমৃদ্ধ স্মার্ট গ্লাস বাজারে এনেছে বেশ কিছুদিন আগে। এবার এই গ্লাসের দ্বিতীয় ভার্সন বাজারে আসছে। আগের ভার্সনের চেয়ে নতুন ভার্সনের গ্লাসে অত্যাধুনিক ফিচার সংযোজন করা হয়েছে।

স্পেকট্যাকলস নামের এই চশমার দ্বিতীয় ভার্সনে প্রিমিয়াম ডিজাইনেল তৈরি। এতে ডুয়েল ক্যামেরা থাকছে। ২০১৯ সাল নাগাদ চশমাটি বাজারে আসবে।

স্পেকট্যাকলস চশমার নতুন ভার্সন বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে আছে। এটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি। ফলে হালকা ও পাতলা এটি। এতে গোলাকাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। চশমার দুই গ্লাসের কোণায় থাকবে ক্যামেরা। চশমাটি পানিরোধী। পানির নিচে ডুব দিয়েও ছবি তোলা যাবে। এতে থ্রিডি লাইক ডেপথ ইফেক্টস পাওয়া যাবে।

স্ন্যাপ দাবি করছে তাদের তৃতীয় প্রজন্মের চশমায় থাকবে বিল্টইন জিপিএস। এই চশমার দাম হবে। ৩০০ ডলার।