অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে বিচারক মো. সারাকুজ্জামান আনসারি এ আদেশ দেন।
মুনির হোসেনের ছোট ভাই যুবদল নেতা নজরুল ইসলাম দৈনিক আকাশকে জানান, আজ দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যান মুনির। এসময় তার বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন মুনির হোসেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে মুনির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























