ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

তামিল ‘বেদালাম’ ছবির একই নকল গল্পে শাকিব খান ও জিৎ

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপটে গড়তে চলেছে এক নতুন ইতিহাস। এক গল্প আর এক চিত্রনাট্যে নির্মিত হবে এই ছবিটি। যদিও নায়ক-নায়িকা আর পরিচালক থাকবে একেবারেই আলাদাভাবে। আর ছবিটিও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আগামী একই ঈদে (ঈদুল ফিতরে)। তবে তামিলের ‘বেদালাম’ থেকে শাকিব খানের ‘ভাইজান এলো রে’ এবং জিৎ এর ‘সুলতান দ্য সেভিয়ার’ নামে নির্মিত হবে। আর এমন চাঞ্চল্যকর তথ্যটি বের হয়ে আসে একটি বিশ্বস্ত সূত্র থেকে।

ওই বিশ্বস্ত সূত্রটি আরো জানায়, শাকিব খানের সাথে যখন বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সু-সম্পর্ক থাকাকালীন এই গল্পটি শাকিবের সাথে করার কথা সম্পূর্ণ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সেই সময়ে তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য এমনকি সব ধরণের প্রস্তুতি করে শাকিব খানের হাতে তুলে দেন। কিন্তু বর্তমানের জাজ আর সুপারস্টার শাকিব খানের মধ্যে তেমন সু-সম্পর্ক না থাকায় এই গল্পটিই আব্দুল আজিজ আবার জিৎ এর কাছে হস্তান্তর করেন। অন্যদিকে পরিচালক সমিতিতে শাকিব খানের নামে এই সিনেমাটির নাম এন্ট্রি থাকায় জিৎ এবং রাজা চন্দ্রকে পরিচালক হিসেবে রেখে সিনেমায় নাম করণ করা হয় ‘সুলতান দ্য সেভিয়ার’। আর ততদিনে শাকিব খানও তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য নিয়ে জয়দিপ মুখার্জী ও এসকে মুভিজের এর সাথে ‘ভাইজান এলো রে’ সিনেমাটি চুক্তি সম্পূর্ণ করে ফেলেন।

প্রসঙ্গত, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে জিৎ এর চেয়ে শাকিব খানের ভক্ত সংখ্যা বেশি। আবার কলকাতায় শাকিব খানের চেয়ে জিৎ এর ভক্ত সংখ্যা বেশি। তাতে করে অনেকেই বলছেন এই টেরাম টেরাম যুদ্ধে সব শেষে শাকিব খানই এগিয়ে থাকবে। আর অন্যদিকে কলকাতার বাজারে জিৎ এগিয়ে থাকবে। আবার অনেকেই মনে করছেন এক গল্প নিয়ে দুই বাংলার সুপারস্টারদের এমনি করা মোটেই শোভনীয় নয়। এমন নোংরা পরিস্থিতিতে না গিয়ে সবাই নিজের মত করে মৌলিক গল্পের ছবি নির্মাণ করাই হবে শোভনীয়।

রাজা চন্দ্র’র ‘সুলতান দ্য সেভিয়ার’ নায়িকা হিসেবে থাকবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার ছাড়াও আরো অনেকে।

অন্যদিকে জয়দীপ মুখার্জি পরিচালিত ও এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্র ছাড়াও অভিনয় করবেন শ্রাবন্তী, পায়েল সরকার, রজতাভ দত্ত, মনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিল ‘বেদালাম’ ছবির একই নকল গল্পে শাকিব খান ও জিৎ

আপডেট সময় ১০:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপটে গড়তে চলেছে এক নতুন ইতিহাস। এক গল্প আর এক চিত্রনাট্যে নির্মিত হবে এই ছবিটি। যদিও নায়ক-নায়িকা আর পরিচালক থাকবে একেবারেই আলাদাভাবে। আর ছবিটিও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আগামী একই ঈদে (ঈদুল ফিতরে)। তবে তামিলের ‘বেদালাম’ থেকে শাকিব খানের ‘ভাইজান এলো রে’ এবং জিৎ এর ‘সুলতান দ্য সেভিয়ার’ নামে নির্মিত হবে। আর এমন চাঞ্চল্যকর তথ্যটি বের হয়ে আসে একটি বিশ্বস্ত সূত্র থেকে।

ওই বিশ্বস্ত সূত্রটি আরো জানায়, শাকিব খানের সাথে যখন বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সু-সম্পর্ক থাকাকালীন এই গল্পটি শাকিবের সাথে করার কথা সম্পূর্ণ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সেই সময়ে তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য এমনকি সব ধরণের প্রস্তুতি করে শাকিব খানের হাতে তুলে দেন। কিন্তু বর্তমানের জাজ আর সুপারস্টার শাকিব খানের মধ্যে তেমন সু-সম্পর্ক না থাকায় এই গল্পটিই আব্দুল আজিজ আবার জিৎ এর কাছে হস্তান্তর করেন। অন্যদিকে পরিচালক সমিতিতে শাকিব খানের নামে এই সিনেমাটির নাম এন্ট্রি থাকায় জিৎ এবং রাজা চন্দ্রকে পরিচালক হিসেবে রেখে সিনেমায় নাম করণ করা হয় ‘সুলতান দ্য সেভিয়ার’। আর ততদিনে শাকিব খানও তামিলের ‘বেদালাম’ থেকে গল্প, চিত্রনাট্য নিয়ে জয়দিপ মুখার্জী ও এসকে মুভিজের এর সাথে ‘ভাইজান এলো রে’ সিনেমাটি চুক্তি সম্পূর্ণ করে ফেলেন।

প্রসঙ্গত, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে জিৎ এর চেয়ে শাকিব খানের ভক্ত সংখ্যা বেশি। আবার কলকাতায় শাকিব খানের চেয়ে জিৎ এর ভক্ত সংখ্যা বেশি। তাতে করে অনেকেই বলছেন এই টেরাম টেরাম যুদ্ধে সব শেষে শাকিব খানই এগিয়ে থাকবে। আর অন্যদিকে কলকাতার বাজারে জিৎ এগিয়ে থাকবে। আবার অনেকেই মনে করছেন এক গল্প নিয়ে দুই বাংলার সুপারস্টারদের এমনি করা মোটেই শোভনীয় নয়। এমন নোংরা পরিস্থিতিতে না গিয়ে সবাই নিজের মত করে মৌলিক গল্পের ছবি নির্মাণ করাই হবে শোভনীয়।

রাজা চন্দ্র’র ‘সুলতান দ্য সেভিয়ার’ নায়িকা হিসেবে থাকবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার ছাড়াও আরো অনেকে।

অন্যদিকে জয়দীপ মুখার্জি পরিচালিত ও এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্র ছাড়াও অভিনয় করবেন শ্রাবন্তী, পায়েল সরকার, রজতাভ দত্ত, মনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ।