আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন টাইগার শ্রফ। এরইমধ্যে ড্যান্স এবং বডি বিল্ডিংয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। অ্যাকশনটাও করেছেন বেশ। তবে এবার ধামাকা নিয়ে আসছেন তার নতুন ছবি বাগি-২`তে।
২১ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে বাগি-২ ছবির ট্রেইলার। এতে তার বাস্তব জীবনের নায়িকা দিশা পাটানির জন্য তাকে লড়াতে দেখা যাবে। এই ছবিতে হলিউডের চলচ্চিত্র র্যাম্বোর স্টাইলে হাজির হবেন টাইগার। ওয়ান ম্যান আর্মি-টাইগার মাতাবেন ধুন্ধুমার অ্যাকশনে।
সাজিদ নাদিওয়াদওলার প্রযোজনায় এবং আহমেদ খানের পরিচালনায় ছবিতে টাইগার, দিশার পাশাপাশি দেখা যাবে রনদীপ হুদা, মনোজ বাজপেয়ি, প্রতীক বাব্বর এবং দীপক ধোবরিয়ালকে।
এনিয়ে দ্বিতীয় বারে মতো একসঙ্গে কাজ করলেন দিশা এবং টাইগার। এরআগে ২০১৬ সালে `বেফিকরে` নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন এ লাভবার্ড জুটি। ছবিতে মাধুরী দিক্ষিতের জনপ্রিয় গান `এক দো তিন` এর রিমেকে নাচবেন জ্যাকলিন ফার্নান্দেজ। আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ছবিটি।
আকাশ নিউজ ডেস্ক 






















