অাকাশ জাতীয় ডেস্ক:
ঘুষ দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন রাঙামাটির চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূরের আদালত এ জামিন মঞ্জুর করেন।
দুদকের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলী খানের কাছ থেকে ঘুষ দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার ওসি মাহমুদুল হাই এবং এসআই মো. আশরাফুল ইসলামের আদালতে হাজিরের নির্দেশনা ছিল। কিন্তু মাহমুদুল হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























