অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে দালালি করতে গিয়ে জয় নামে এক প্রতারকের সন্ধান পেয়েছে। জয়ের বাড়ি চট্টগ্রামে।
মালয়েশিয়ায় অবস্থানরত কিছু দুশ্চরিত্র মানুষের জন্য কলঙ্ক প্রবাসি বাংলাদেশীরা। ওরা দিনে-রাতে দেশের বিভিন্ন উচ্চস্তরের মানুষকে মহড়া করে চাদাঁ আদায় করে। তারা মুলত স্বাধীনতা বিরোধীদের ছত্রছায়ায় পালিত। দেশের জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশের বাহির থেকে অর্থ জোগান দিয়ে থাকে।
দূতাবাস সূত্রে জানান গেছে, ভূমি জেরনি সার্ভিস কোম্পানি বাংলাদেশ থেকে ১৫০ জন ক্লিনার পদে লোক আনার অনুমতি পেয়েছে এবং ১৮ জানুয়ারি অনলাইনে দূতাবাসের পোর্টালে এসেছে। এখন দূতাবাস ওই কোম্পানিতে আসলেই কাজ আছে কি-না, ১৫০ জন লোক লাগবে কি-না, থাকার কী ব্যবস্থা, বেতন-ভাতা ঠিকমতো দেয় কি-না এসব যাচাই করে অনুমতি দেবে। তার আগেই বাইপাস করে বা প্রেসার দিয়ে কাজ করানোর চেষ্টা করছেন তারা।
এ বিষয়ে প্রবাসী কমিউনিটি ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান জানান, জয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রবাসী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল জানান, প্রতারক বা দালাল হুমকি প্রদর্শন করে সরকারের সফলতাকে অম্লান করার চেষ্টা চলছে। সেটা কখনো হতে দেয়া হবে না। জয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, দুই বছর আগে জয় মালয়েশিয়া পুলিশের হাতে নকল পাসপোর্ট করার মেশিনসহ ধরা পড়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























