ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের যে সরকারই আসুক, চীন-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে: তারেক রহমান রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

ছোটখাটো সমস্যায় অ্যাম্বুলেন্স অকেজো থাকতে পারে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

ছোটখাটো যন্ত্রাংশ নষ্টের অজুহাতে সরকারি হাসপাতালের অ্যম্বুলেন্স অকেজো থাকবে তা হতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সারা দেশের ১৭টি হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কতা করেন মন্ত্রী।

নাসিম বলেন, হাসপাতালগুলোতে চালকরা সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট আছে বলে রোগীদের ভাড়ার অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করে। ছোট কোনো যন্ত্র নষ্ট হলেই অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে থাকবে তা হতে দেয়া হবে না।

দেশের প্রতিটি জেলা সিভিল সার্জন অফিসে একটি ফান্ড তৈরির উদ্যোগ নেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেখান থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলোর ছোটখাটো সমস্যা দ্রুত ঠিক করে কাজে লাগাতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সিভিল সার্জনদের নির্দেশনা দেন।

বিয়ের অনুষ্ঠানের জন্য নয়, রোগীর সেবার জন্য সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে। এসব অ্যাম্বুলেন্স যেন কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে প্রশাসনিক কর্মকর্তাদের তাগিদ দেন মন্ত্রী।

নিজের নির্বাচনী এলাকার জন্য বরাদ্দকৃত অ্যাম্বুলেন্স নিতে আসা সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু দেশের বিভিন্ন হাসপাতালের অনিয়মের বিষয়ে বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে ওষুধ আছে ডাক্তার নেই, ডাক্তার আছে ওষুধ নেই। আবার কোনো কোনো হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই। আবার কোথাও ড্রাইভার আছে অ্যাম্বুলেন্স নেই। এ অবস্থার উত্তরণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, হাসপাতালগুলোতে ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। এখানে রোগীদের সেবার মান বাড়ানো জরুরি। রোগীদের যে খাবার দেয়া হয় তা নিয়েও আছে অভিযোগ।

অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে আসা সংসদ সদস্যরাও সারাদেশের হাসপাতালগুলোর নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। তারা হাসপাতালগুলোর ব্যবস্থাপনার নিরসনে সব ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে না রেখে কিছু কিছু কাজের ক্ষমতা স্থানীয় সিভিল সার্জনের হাতেও দেয়ার পরামর্শ দেন।

জবাবে স্থানীয় সংসদ সদ্যদের উদ্দেশে নাসিম বলেন, ‘এসব সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নেন তারা তো আপনাদেরই ভোটার। তাদের সহযোগিতার জন্য আপনাদের তৎপর হওয়া জরুরি। ছোটখাটো নানা সমস্যায় আপনারাও এগিয়ে আসতে পারেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৯৮টি অ্যাম্বুলেন্স দিয়েছি। এটাই শেষ নয়। অর্থ মন্ত্রণালয় উদার হলে আগামী দিনে আরও অ্যাম্বুলেন্স দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

ছোটখাটো সমস্যায় অ্যাম্বুলেন্স অকেজো থাকতে পারে না: নাসিম

আপডেট সময় ১১:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ছোটখাটো যন্ত্রাংশ নষ্টের অজুহাতে সরকারি হাসপাতালের অ্যম্বুলেন্স অকেজো থাকবে তা হতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সারা দেশের ১৭টি হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কতা করেন মন্ত্রী।

নাসিম বলেন, হাসপাতালগুলোতে চালকরা সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট আছে বলে রোগীদের ভাড়ার অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করে। ছোট কোনো যন্ত্র নষ্ট হলেই অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে থাকবে তা হতে দেয়া হবে না।

দেশের প্রতিটি জেলা সিভিল সার্জন অফিসে একটি ফান্ড তৈরির উদ্যোগ নেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেখান থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলোর ছোটখাটো সমস্যা দ্রুত ঠিক করে কাজে লাগাতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সিভিল সার্জনদের নির্দেশনা দেন।

বিয়ের অনুষ্ঠানের জন্য নয়, রোগীর সেবার জন্য সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে। এসব অ্যাম্বুলেন্স যেন কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে প্রশাসনিক কর্মকর্তাদের তাগিদ দেন মন্ত্রী।

নিজের নির্বাচনী এলাকার জন্য বরাদ্দকৃত অ্যাম্বুলেন্স নিতে আসা সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু দেশের বিভিন্ন হাসপাতালের অনিয়মের বিষয়ে বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে ওষুধ আছে ডাক্তার নেই, ডাক্তার আছে ওষুধ নেই। আবার কোনো কোনো হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই। আবার কোথাও ড্রাইভার আছে অ্যাম্বুলেন্স নেই। এ অবস্থার উত্তরণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, হাসপাতালগুলোতে ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। এখানে রোগীদের সেবার মান বাড়ানো জরুরি। রোগীদের যে খাবার দেয়া হয় তা নিয়েও আছে অভিযোগ।

অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে আসা সংসদ সদস্যরাও সারাদেশের হাসপাতালগুলোর নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। তারা হাসপাতালগুলোর ব্যবস্থাপনার নিরসনে সব ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে না রেখে কিছু কিছু কাজের ক্ষমতা স্থানীয় সিভিল সার্জনের হাতেও দেয়ার পরামর্শ দেন।

জবাবে স্থানীয় সংসদ সদ্যদের উদ্দেশে নাসিম বলেন, ‘এসব সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নেন তারা তো আপনাদেরই ভোটার। তাদের সহযোগিতার জন্য আপনাদের তৎপর হওয়া জরুরি। ছোটখাটো নানা সমস্যায় আপনারাও এগিয়ে আসতে পারেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৯৮টি অ্যাম্বুলেন্স দিয়েছি। এটাই শেষ নয়। অর্থ মন্ত্রণালয় উদার হলে আগামী দিনে আরও অ্যাম্বুলেন্স দেয়া হবে।